আবুল হাসান মোল্লাঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১১ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন “হেল্পিং হ্যান্ড- হবিগঞ্জ।”
১৩ই এপ্রিল থেকে সংগঠনটি অসহায়, দরিদ্র, দিন মজুর ও শ্রমজীবি মানুষের মাঝে প্যাকেজ হিসাবে প্রতি পরিবারের মাঝে চাল, ডাল ,আলু,ডাল ও সাবান সহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরন করে আসছে।
সংগঠনের এজকন স্বেচ্ছাসেবক দৈনিক আমার হবিগঞ্জকে জানান,” বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারনে সমগ্র পৃথিবীর অর্থনীতিতে বিরাট ধ্বস নেমে এসেছে। শুধু তাই নয় আমাদের সমাজের অসহায়, দরিদ্র, দিন মজুর ও শ্রমজীবি মানুষ আরো বেশি বিপদে পরেছে। তাদের আয় বন্ধ হয়ে গেছে; আর তাই আমরা আমাদের সাধ্যমত তাদের সাহায্য করার চেষ্টা করেছি।
এবং “হেল্পিং হ্যান্ড-হবিগঞ্জ” পরিবারের সকল সদস্যদের সহযোগীতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।”
এছাড়াও সংগঠনটি করোনা পরিস্তিতি মোকাবেলায় জরুরি চিকিৎসা সেবার কথা মাথায় রেখে টেলিমেডিসিন সেবার ব্যবস্থা চালু করেছে।