তমাল আহমেদ ,হবিগঞ্জ : করোনায় আটকে পড়া মানুষের পাশে দাড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টায় হবিগঞ্জ সদর উপজেলার অর্ন্তগত বামকান্দি গ্রামে “বামকান্দি সমাজকল্যাণ সংস্থা”র পক্ষ থেকে দরিদ্র পরিবারে মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে।

ছবি : অসহায় পরিবারের হাতে থাদ্য সামগ্রী তোলে দিচ্ছেন সদস্যরা
শুক্রবার(৩এপ্রিল)সকালে সমাজকল্যান সংস্থার পক্ষ থেকে প্রায় ২৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য বিতরণ কর হয়।এতে সংগঠনের সাধারণ সম্পাদক- মোঃ মামুন মিয়া, সহ-সাধা সম্পাদক- সুজন রাসেল সাংগঠনিক সম্পাদক- মো আব্দুল হক, লুৎফুর রহমান, মুফাচ্ছির হাসান, অাসাদুল আমিন, অলিউর রহমান, আখতারুজ্জামান, আলীম উদ্দিন, আল-আমীন অন্যান্য সদস্য সহ গ্রামের মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে দৈনিক আমার হবিগঞ্জকে জানিয়েছেন সদস্যরা। সংস্থার সদস্যগণ নিজেরা প্রত্যেকের বাড়িবাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন।