হবিগঞ্জে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 5 May 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Link Copied!

স্টাফ রিপোর্টার : হবিগজ্ঞ মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের আয়োজনে কালেক্টরেট ভবনের নিচতলা প্রাঙ্গণে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ এবং অন্যান্য হতদরিদ্র ব্যক্তিবর্গের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ বিতরন করা হয়।

ছবি : হবিগঞ্জে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, বৃন্দাবন সরকারি কলেজের প্রভাষক ফখরুদ্দিন খান পারভেজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের সদস্যবৃন্দ ও অন্যান্য সুধীজন।