স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের পাহাড়গুলোর ছড়া থেকে সিন্ডিকেটের মাধ্যমে অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। অব্যাহত এই বালু উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। ইতোমধ্যে, পাহাড়ি ছড়া ও খাল থেকে অপরিকল্পিত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে তিন মন্ত্রণালয়ের সচিবসহ ২০ সরকারি কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
বেলার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সাঈদ আহমেদ কবীর গত ৯ ডিসেম্বর এ নোটিশ প্রদান করেন। এদিকে, সারা দেশের ন্যায় হবিগঞ্জেও থেমে নেই সিন্ডিকেট চক্রের হোতা বালুখেকোরা।
মাঝে মাঝে প্রশাসনের অভিযানে বালু ও মেশিন জব্দ করা হলেও আবার পরে যেই সেই। চুনারুঘাট উপজেলার কয়েকটি পাহাড় সরেজমিনে ঘুরে জানা যায়, স্থানীয় কয়েকটি চক্রের সহায়তায় কৌশলে চলে বালু উত্তোলন ও পাচার। আর এ কাজে সহায়তা করে থাকেন কতিপয় সরকারী কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযোগ আছে, তাদের সহায়তাই অনায়াসে চলে বালু উত্তোলন। দৈনিক আমার হবিগঞ্জের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমনই কিছু তথ্য। জানা যায়, গত কিছুদিন আগে উপজেলার বিভিন্ন পাহাড় থেকে অপরিকল্পিত অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা প্রশাসনের অভিযানে উত্তোলন কাজে ব্যবহৃত মেশিন ও প্রায় ১ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়।
নিয়ম অনুযায়ী জব্দকৃত ওই বালু নিলামে বিক্রি করে সেই অর্থ সরকারী কোষাগারে জমা করা হয়। জব্দকৃত ওই বালু নিলামে বিক্রি করে সরকারের রাজস্ব সুষ্ঠুভাবে আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের একজন প্রতিনিধি সেখানে উপস্থিত থাকেন।
তবে জানা গেছে, এ নিলাম প্রক্রিয়ার মাঝেই কাজ করে থাকে আরেকটা সিন্ডিকেট। স্থানীয় চোরা কারবারিরা মোটা অংকের উৎকোচ দিয়ে ম্যানেজ করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওই প্রতিনিধিকে। নিলামে এ প্রতিনিধি কৌশলে বালু চোরা কারবারিদের সহায়তা করে থাকেন।
চুনারুঘাট উপজেলার বিভিন্ন পাহাড় থেকে জব্দকৃত অবৈধ বালু প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে এবং স্থানীয় বালু চোরা কারবারিদের নিলামে সহায়তা করতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের একজন প্রতিনিধি হবিগঞ্জ সার্কিট হাউজে অবস্থাান করছেন এমনই তথ্যে ওই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মামুনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কোন বালু চোরা কারবারিদের সহায়তা করতে আসিনি। আমি কেবল সরকারের রাজস্ব সঠিকভাবে আদায়ের চেষ্টা করতে আসছি’।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, বিষয়টি তার জানা নাই, তবে এমন কোন অভিযোগ পাওয়া গেলে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, উপজেলার বিভিন্ন পাহাড় থেকে এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে জমির শ্রেণি পরিবর্তন অব্যাহত থাকলে কৃষি জমির ওপর বিরূপ প্রভাব পড়বে। যা দরিদ্র জনগোষ্ঠীর জীবন ও জীবিকাকে ক্ষতিগ্রস্ত করবে। একইসঙ্গে পরিবেশগত বিপর্যয়ের ভয়াবহতা ব্যাপক হারে বাড়বে বলেন জানান তিনি।
অপরিকল্পিত অবৈধভাবে বালু উত্তোলনে পরিবেশের ঝুঁকি বাড়ছে। বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক মামুনুর রশিদ দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, ‘বিদ্যমান খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-সহ বিদ্যমান অন্যান্য আইন অনুযায়ী অনিয়ন্ত্রিত ও অবৈধ পন্থায় সিলিকা বালু উত্তোলন নিষিদ্ধ এবং এ কাজে কোন সরকারী কর্মকর্তা সহায়তা করে থাকলে তার বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে’।