হবিগঞ্জে অবাধে চলছে বণ্যপ্রাণী নিধন : হুমকির মূখে মেছো বাঘ, হরিণ ও তক্ষক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 23 April 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে অবাধে চলছে বণ্যপ্রাণী নিধন : হুমকির মূখে মেছো বাঘ, হরিণ ও তক্ষক

তারেক হাবিব
April 23, 2022 10:49 am
Link Copied!

‘পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকূল বাঁচাই’ এমন প্রতিপাদ্য নিয়ে গত ৩ মার্চ অনুষ্ঠিত হলো বিশ্ব বন্যপ্রাণী দিবস’। যথাযথভাবে দিবসটি পালন করতে বেশ অর্থ খরচ করেছে হবিগঞ্জ বণ্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর। তবে দিবস পালনেই যেন দ্বায় সারা কর্তৃপক্ষের।

এদিকে, অবাদে চলছে জেলায় বণ্যপ্রাণী নিধন। দন্ডনীয় অপরাধ হলেও হবিগঞ্জ জেলার কয়েকটি উপজেলায় অবাধে চলছে বণ্যপ্রাণী হত্যা। শুধু বণ্যপ্রাণী হত্যা করেই কান্ত হননি মৃত প্রাণীর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে উল্লাস করতে দেখা গেছে অনেককেই।

হবিগঞ্জে প্রতিবছর শতশত বণ্যপ্রাণী প্রকাশ্যে নিধন করলেও হাতে গুণা দু-একটি ঘটনার আইনী ব্যবস্থা গ্রহন করে হবিগঞ্জ বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া তাদের আর তেমন কোন পদক্ষেপ চোখে পড়েনা।

গত ১ বছরে তথ্যানুসন্ধানে প্রায় শতাধিক বণ্যপ্রাণী নিধনের তথ্য পাওয়া যায়। এর মধ্যে বণ্যপ্রাণী পাচার, হত্যা ইত্যাদি রয়েছে। বণ্যপ্রাণী হত্যা ও বিলুপ্ত এবং পাচারের বিভিন্ন কারণের মধ্যে হবিগঞ্জের পাহাড়ে খাদ্য সংকট ও পাহাড়ী গাছপালা কর্তন করা অন্যতম কারন। যার ফলে লোকালয়ে চলে যাচ্ছে বন্যপ্রাণী।

জানা গেছে, জেলার নবীগঞ্জ, বাহুবল, চুনারুঘাট ও মাধবপুর উপজেলার একটি অংশে পাহাড় রয়েছে। এসব পাহাড়ি এলাকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে চা, রাবার, লেবু, আনারসসহ বিভিন্ন ধরণের বাগান। অনুসন্ধান চালিয়ে জানা গেছে, সময়ের সাথে পাহাড়ি এলাকায় লোকজনের যাতায়াত বৃদ্ধি পাচ্ছে। এ কারণে ধীরে ধীরে বন উজাড় হচ্ছে।

বনের গাছ পালা কমতে শুরু করেছে। একইভাবে কমতে শুরু করেছে পশু পাখির খাদ্য। বন বিভাগের পক্ষ থেকে নাম মাত্র গাছ রোপণ করা হলেও পরে তার কোন পরিচর্চা না করায় গাছ ও বন্যপ্রাণীর খাবার বৃদ্ধি পাচ্ছে না।

সম্প্রতি বানিয়াচং থেকে চারটি মেছো বিড়ালের ছানা উদ্ধার বানিয়াচং থানা পুলিশ। ২৩ জানুয়ারী রাত ১০টায় বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের দীপক চক্রবর্তীর বসতবাড়ী থেকে ছানাগুলো উদ্ধার ও অবমুক্ত করা হয়।

১৯ এপ্রিল রাতে মাধবপুরের সীমান্তবর্তী কমলপুর গ্রামের লোকালয়ে বিরল প্রজাতির প্রাণিটির সন্ধান মেলে। পরে প্রাণীটিকে প্রকৃতি ও বণ্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। ৩১ মার্চ সন্ধ্যায় লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামের মামুন মিয়ার পুকুর থেকে বিপন্নপ্রায় একটি মদনটাক পাখি উদ্ধার করা হয়।

৩ এপ্রিল নবীগঞ্জ উপজেলার কাকুড়া গ্রামের একটি বাড়ি থেকে কুড়া পাখি উদ্ধার করেছে স্থানীয়রা। ২৫ মার্চ বিকেলে বাহুবল উপজেলার রাজাপুর গ্রাম থেকে একটি মুখপোড়া হনুমান ও ৩টি বিরল প্রজাতির পাখি উদ্ধার করা হয়।

৩০ জানুয়ারি ২০২০ হবিগঞ্জ শহরে শ্যামলী এলাকা থেকে একটি বিরল প্রজাতির লক্ষ্ধসঢ়;ীপেঁচা উদ্ধার করা হয়। ২২ জানুয়ারি শনিবার দুপুরে চুনারুঘাটের কচুয়া গ্রামে সংকটাপন্ন একটি চিতা বিড়ালকে পিটিয়ে হত্যার পর উল্লাস করে স্থানীয় লোকজন। এ নিয়ে একই মাসে ওই এলাকায় দুটি বন্যপ্রাণী হত্যা করা হয়। পরে এ ঘটনার খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা মৃত বিড়ালটিকে উদ্ধার করে চুনারুঘাট থানায় একটি মামলাও দায়ের করেন। ২১ এপ্রিল ২০২১ হবিগঞ্জ সদর উপজেলার রামপুরে খোয়াই নদীর বাঁধ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়।

১৭ ফেব্রুয়ারী ২০২২ মাধবপুর উপজেলার বরয়া, বেলাপুর, কাশিমপুর, কমলপুর এলাকা থেকে ১০ টি ঘুঘুপাখি, ৩ টি শালিক, ৩ টি ডাহুক উদ্ধার এবং পাখি শিকারের অসংখ্য ফাঁদ ও খাঁচা জব্দ করে র‌্যাব। বাংলাদেশে পাচারের তালিকায় রয়েছে বাঘ, হরিণ ও তক্ষক।

বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী, বন্য প্রাণী নিধন এবং ব্যবসার সর্বোচ্চ শাস্তি হচ্ছে ১৫ লাখ টাকা জরিমানা ও ১২ বছরের কারাদণ্ড। বণ্যপ্রাণী সংরক্ষণ করতে হলেও সবার পাচার প্রতিরোধ করে নিরাপদ আবাসস্থল তৈরি করে দিতে হবে বলে সচেতন মহল মনে করেন।