হবিগঞ্জে অনুষ্ঠিত হলো বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 26 February 2023
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে অনুষ্ঠিত হলো বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব

মুহিন শিপন
February 26, 2023 10:31 am
Link Copied!

হবিগঞ্জে অষ্টম বারের মত অনুষ্ঠিত হয়েছে বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব। দুই শুন্য শুন্য ছয় পরিবার নামে একটি সংগঠন এর আয়োজন করে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে জালাল স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

সংগঠনের সভাপতি মোঃ আব্দুল করিম জনির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম,বাংলাদেশ পরিবেশ আন্দোলন হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সংগঠনের সাধারণ সম্পাদক শুভ্র বিশ্বাস ও সাবেক সভাপতি সাইফ আহছান।
উৎসব গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব আয়োজন উপলক্ষে ঘুড়ি,পিঠা,কাপড়, প্রশাধণী সামগ্রী, খাবারসহ বিভিন পণ্যের ২০টি স্টল বসে। এছাড়া শিশুদের জন্য নাগরদোলা ও বিনোদনের বিশেষ ব্যবস্থা ছিল উৎসবে।

সংগঠনের সাবেক সভাপতি সাইফ আহছান জানান,সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণের জন্য তারা কাজ করেন। স্টলের পণ্য ও ঘুড়ি বিক্রি করে যে টাকা আয় হবে সে টাকা গুলো পথ শিশু ও সুবিধা বঞ্চিত শিশুদেরকে খাবার,বই খাতা, শীতবস্ত্র প্রদানসহ সার্বিক সহযোগীতা করা হবে।

তেরো বছর আগে এ সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল। কার্যকরী কমিটিতে ৯ সদস্যসহ শতাধিক সাধারণ সদস্য রয়েছেন সংগঠনে।