হবিগঞ্জে অনুমোদনহীন হাসপাতাল-ক্লিনিক ও ফার্মেসীর ছড়াছড়ি : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 7 November 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে অনুমোদনহীন হাসপাতাল-ক্লিনিক ও ফার্মেসীর ছড়াছড়ি : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

অনলাইন এডিটর
November 7, 2020 3:40 pm
Link Copied!

তারেক হাবিব : হবিগঞ্জ জেলায় মাত্রাহীনভাবে বেড়ে চলছে অনুমোদনহীন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল এবং ফার্মেসীর সংখ্যা। নামে-বেনামে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা এ সকল প্রতিষ্ঠানগুলো একদিকে যেমন মানুষকে প্রতারিত করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অন্যদিকে তাদের ভুল চিকিৎসায় প্রাণ সঙ্কটে পড়ছেন অনেকেই।

ক্লিনিকগুলো জাকজমক এসি, নন এসি আয়োজনে ফিটফাট থাকলে অভিযোগ আছে, নামধারী ভুয়া এবং শিক্ষানবীশ চিকিৎসক দিয়ে প্রতারিত করছেন সাধারণ মানুষকে। নিখুঁত প্রতারণায় মানুষকে আকৃষ্ট করতে নিয়োগ দেয়া হয় এক ঝাঁক উঠতি বয়সী সুন্দরী যুবতিদের। প্রশিক্ষণপ্রাপ্ত এসব যুবতিরা অভ্যর্থনায় বসে বিশেষভাবে আকর্ষণ করে থাকেন সেবা প্রত্যাশীদের। ক্লিনিক বা হাসপাতালের মাকেটিং করতে দল বেঁধে গ্রামাঞ্চলের সাধারণ মানুষের কাছে যান এরা।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বেশীর ভাগ ক্লিনিকগুলোতে আয়া-ক্লিনারনাও ডাক্তারদের ব্যবহৃত সাদা এপ্রোন পড়েন। অপারেশন থিয়েটারের গুরুত্বপূর্ণ কার্যক্রমে থাকে তাদের দায়িত্ব। অভিজ্ঞতা সম্পন্ন কিছু দালালও আছে তাদের। রিক্সা ড্রাইভারসহ ঔষধ কোম্পানীর লোকও আছেন দালালের তালিকায়। অপারেশন, সিজার, গর্ভপাত ইত্যাদি জঠিল ও কঠিন রোগীর সরবরাহে দালালরা পেয়ে থাকেন মোটা অঙ্কের কমিশন। হবিগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, জেলায় মোট ডায়াগনস্টিকের সংখা ৩৫টি। হবিগঞ্জ শহরে ১৬টি।

বাকীগুলো জেলার বিভিন্ন উপজেলায়। ৩৫টির মধ্যে লাইসেন্সের জন্য আবেদন করেছেন ৮টি। বাকী ২৭টি আবেদন করলেও জমা দেননি সরকারী ফি। চিকিৎসা সেবা আইনে সরকার প্রদত্ত অনুমতি নিয়ে আইনগতভাবে সেবা প্রদানের নির্দেশ থাকলেও কোন ধরণের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চলছে তাদের ব্যবসা। হবিগঞ্জ সদর হাসপাতাল এলাকায় বিভিন্ন নামে রয়েছে প্রায় ২ ডজন ঔষধ বিক্রয় কেন্দ্র।

এদের বেশীর ভাগেরই নেই ড্রাগ লাইসেন্স, ঔষধ বিক্রয়ের উপর কোন প্রশিক্ষণ। তবে এসব না থাকলেও হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়োগ দেয়া আছে নির্দিষ্ট দিবা-রাত্রি ২৪ ঘন্টাই এরা জরুরী বিভাগের সামনে বসে অসুস্থ রোগীদের সাহায্যের নামে চড়া মূল্যে ঔষধ বিক্রয় করেন। রোগী ভাগা-ভাগি নিয়ে মাঝে মাঝে তাদের মধ্যে বাঁধে সংঘর্ষও। সম্প্রতি হবিগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ অভিযানে ‘মুন জেনারেল হাসপাতাল’ নামে একটি প্রতিষ্ঠান থেকে মাসুদ করিম নামে এক ভুয়া ডাক্তারকে আটক করে সাজা প্রদান করলেও শহরের আরও ভিবিন্ন ক্লিনিকে করা জরুরী বলে মনে করেন সচেতন মহল।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন সেবা প্রত্যাশী দৈনিক আমার হবিগঞ্জ’কে দেয়া একান্ত ভিডিও বক্তব্যে বলেন, ‘আমি হবিগঞ্জ শহরের জনৈক প্রাইভেট হাসপাতালে কানের সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যাই। আমার কাছ থেকে ফি নেয়া হয়েছে এক ডাক্তারের কথা বলে, কিন্তু দেখেছেন অন্য ডাক্তার। ডাক্তারের সাথে আমার কোন পূর্ব পরিচয় না থাকায় তাদের প্রতারণার মারপ্যাছ বুঝতে পারিনি’। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসন খুবই তৎপর। কোন ধরণের অপচিকিৎসার তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় আনা হবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে হবিগঞ্জের সিভিল সার্জন একেএম মোস্তাফিজুর রহমান জানান, অচিরেই অনুমোদনহীন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলো চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তালিকা তৈরি করা হয়েছে সবগুলোকে যথাযথ প্রক্রিয়ায় আনতে কার্যক্রম চলছে।