হবিগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 22 December 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

এম এ রাজা
December 22, 2022 12:08 pm
Link Copied!

হবিগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে লক্ষ্যে ৫০ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

হবিগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, নির্বাহী প্রকৌশলী (সড়ক ও জনপথ) শাকিল মোহাম্মদ ফয়সাল, জেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য সুধীজন।