হবিগঞ্জ জেলায় অঙ্গীভূত আনসার সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত কমান্ড্যান্ট,মির্জা সিফাত -ই-খোদা। বৃহস্পতিবার (২৬ সেস্টেম্বর) সকাল ৯ টার দিকে জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে হবিগঞ্জ জেলায় সদ্য যোগদানকৃত জেলা কমান্ড্যান্ট,মির্জা সিফাত -ই-খোদা এবং বিভিন্ন গার্ডে কর্মরত পিসি, এপিসি ও অঙ্গীভূত আনসার সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রদান অতিথি হিসেবে তিনি অঙ্গীভূত আনসার সদস্যদের উদ্দেশ্য করে বলেন, সততা,নিষ্ঠা,ধৈর্য ও সর্তকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সবাইকে যার যার প্রাপ্য বুঝিয়ে দেয়ার বিষয়ে আলোকপাত করেন। কারো হক যেন নষ্ট না হয়, কোন অনিয়ম অন্যায় আর্থিক দুর্নীতি যেন না হয়। সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সবাই যেন একতাবদ্ধ হয়ে স্বচ্ছতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে, যে কোন অসুবিধা বা সমস্যার বিষয়গুলো জেলা কমান্ড্যান্টকে সরাসরি অবহিত করে। যাতে করে তিনি তাৎক্ষনিক ভাবে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করতে পারেন এ বিষয়ে পরামর্শ দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট সুভাষিশ চক্রবর্তী, হবিগঞ্জ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমেদ,উপজেলা প্রশিক্ষক তানজিন আহম্মেদ প্রমুখ।