জি কে ইউসুফ, সদর প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার ২নং রিচি ইউনিয়নের ৪’নং ওয়ার্ডের অন্তর্গত কালনী গ্রামে হবিগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে ওসি মাসুক আলীর সভাপতিত্বে বিট পুলিশের উঠোন বৈঠকের আয়োজন করা হয়।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী পুলিশ সুপার জনাব রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার পুলিশ ইন্সপেক্টর (ওসি তদন্ত) জনাব দৌস মোহাম্মদ, ২নং রিচি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মহিব উদ্দিন চৌধুরী পারভেজ, সাবেক মেম্বার কাজল মিয়া, বিশিষ্ট মুরুব্বি ফয়েজ উল্যা, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ মিয়া, সাবেক মেম্বার আঃ রাজ্জাক প্রমুখ।
জানা যায় গত কয়েক বছর আগে কালনী গ্রামের সাবেক মেম্বার আঃ রাজ্জাকের ছেলে বর্তমান মেম্বার সাস্তু মিয়ার সাথে কাজী জিতু মিয়ার ছেলে কাজী আসকির মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে গত দুই বছর আগে আসকির মিয়ার উপর অপর পক্ষের লোকজন হামলা করে। তারই ধারাবাহিকতায় গত কয়েক মাস আগে মেম্বার সাস্তু মিয়ার উপর পাল্টা হামলা হয়। বর্তমানে এলাকায় চরম উত্তেজনাকর ও থমথমে অবস্থার সৃষ্টি হয়। যে কোন সময় বড় ধরনের দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হতে পারে।
উক্ত উত্তেজনাকর পরিস্থিতিতে সহকারী পুলিশ সুপারের মধ্যস্থতায় উভয় পক্ষের মুরুব্বিদের সাথে আলোচনা করে সালিশের পর্যায়ে নিয়ে আসেন।
সহকারী পুলিশ সুপার রবিউল আলম বলেন, দাঙ্গা হাঙ্গামা করে উভয় পক্ষকে কোর্টে, থানায়, জেল খানায়, উকিলের কাছে সহ বিভিন্ন জায়গায় গিয়ে হয়রানির শিকার হতে হবে। অতএব, দাঙ্গা হাঙ্গামা ছেড়ে আমাদের প্রকৃতির নিয়মে চলতে হবে।