এম.এ.রাজা।। হবিগঞ্জ সদর উপজেলার হুরগাও গ্রামে গভীর রাতে চুরির অভিযোগে জনতার হাতে এক ব্যক্তি আটক হয়েছেন । এসময় তার সাথে থাকা অন্যান্য সহযোগী চোরেরা পালিয়ে যায় । চুরির অভিযোগে জনতার হাতে আটক ওই ব্যক্তি হবিগঞ্জ সদর উপজেলার হুসেনপুর গ্রামের বুধুই মিয়ার ছেলে তাহির মিয়া। তাহির মিয়ার বাকি সহযোগী চুরেরা টাকা পয়সা ও স্বর্নলংকার নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
জানা যায়,গত ১৮ জুলাই রোববার রাত প্রায় ২ টার সময় হুরগাঁও মধ্যে পাড়ার নাসির উদ্দিনের বাড়িতে ২-৩ জনের এক দল চোর প্রবেশ করে। পরে ওই ঘরে থাকা ৬০ হাজার টাকা ও কিছু স্বর্নলংকার নিয়ে পালিয়ে যায়। ঘর থেকে বের হওয়ার সময় পরিবারের লোকজন চোরের উপস্থিতি ঠের পেয়ে যায়।
পরে নাসির উদ্দিনের দুই ছেলে আলা উদ্দিন ও ছালেক মিয়া। চোরদের ধাওয়া করে তাহির মিয়া নামে এক চোরকে হাতেনাতে ধরে ফেলে বাকিরা পালিয়ে যায়। তাদের সৌর চিৎকারে গ্রামের আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। চুরির অভিযোগে আটক তাহির মিয়া কে উত্তেজিত জনতা উত্তম-মধ্যম দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। সকালে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
শেখ মোঃ কামরুল ইসলাম নামের ওই এলাকার এক বাসিন্দা জানান, আলাউদ্দিন গ্রামে মোবাইল রিচার্জ ও চায়ের স্টল এর ব্যবসা করে। ওইদিন বেশ কিছু টাকা তার ঘরে ছিল। বিষয়টি হয়তো কোন ভাবে চোরেরা ঠের পেয়ে যায় এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই রাতে তার ঘরে চুরি উদ্দেশ্যে প্রবেশ করে।
ভুক্তভোগী আলাউদ্দীন জানান, চোরেরা রাত প্রায় ২ টার সময় আমার ঘরে ঢুকে চুরি করে। চোরেরা চুরি করে যাওয়ার সময়, আমার বউ ঠের পেয়ে যায়। পরে আমাকে ডাক দিলে আমিও আমার ভাই মিলে এক চোরকে ধরে ফেলি। বাকি চোরেরা ঘরে থাকা ৬০ হাজার টাকা ও কিছু স্বর্ণ নিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসী সাথে কথা বলে জানা যায়, চুরির অভিযোগে আটককৃত তাহির মিয়া প্রায় ১৫-২০ বছর যাবত পেশাদারিত্ব ভাবে চুরি করে আসছে। ইতিপূর্বে বেশ কয়েকবার জনতার হাতে চুরির অভিযোগে আটকও হয়েছে সে।