হবিগঞ্জের হায়দার আলী জেনারেল হাসপাতালে ভূয়া ডাক্তারে সয়লাব : শিক্ষার্থী দিয়ে চলছে চিকিৎসা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 24 February 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের হায়দার আলী জেনারেল হাসপাতালে ভূয়া ডাক্তারে সয়লাব : শিক্ষার্থী দিয়ে চলছে চিকিৎসা

Link Copied!

তারেক হাবিব   :   হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ফার্মেসী, ডায়াগনষ্টিক সেন্টার ও ডক্টর চেম্বার, হাসপাতাল এবং প্রাইভেট ক্লিনিকে ভূূয়া ডাক্তারের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রশাসনের চোখে ধুলো দিয়ে বছরের পর বছর এই ভূয়া ডাক্তাররা সাধারণ মানুষের সাথে প্রতারণা করলেও থেকে যাচ্ছেন ধরাছোয়ার বাইরে।
দৈনিক আমার হবিগঞ্জের অনুসন্ধানে উঠে আসে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা হায়দার আলী জেনারেল হাসপাতালে কর্মরত আব্দুর রহমান নামে ভূয়া এক ডাক্তারের নাম। জানা যায়, ওই হাসপাতালে এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়াই নিয়মিত রোগী দেখছেন তিনি। সাধারণ মানুষকে আকৃষ্ট করতে ব্যবহার করছেন ভারত, ইন্দোনেশিয়া, নরওয়েসহ প্রায় ২০টি দেশের একাধিক ভূয়া সনদ। তবে ইংরেজিতে টাইপকৃত সনদের সাথে সাধারণ মানুষ পরিচিত না হওয়ার ফলে প্রতারণার মাধ্যমে সেবা প্রত্যাশীদের বোকা বানিয়ে মোটা অঙ্কের ফি নিয়ে দেদারছে চালিয়ে যাচ্ছেন বাণিজ্য।

ছবি : অপ্রশিক্ষিত নার্স দিয়ে প্রেশার মাপা হচ্ছে রোগীদের

গত মঙ্গলবার (২৩ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা হায়দার আলী জেনারেল হাসপাতালে সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, তাদের অপচিকিৎসার কিছু চিত্র। শুধু ভূয়া ডাক্তারই নয়, হাসপাতালে রয়েছেন অদক্ষ-অপ্রাপ্ত বয়সী ল্যাব টেকনোলজিষ্ট উঠতি বয়সী তরুণী। ব্যবস্থাপত্রে দেয়া যাবতীয় পরিক্ষা-নিরিক্ষা সম্পন্ন করে থাকেন এরাই। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কাজে ডিপ্লোমা ডিগ্রি এবং যথাযথ সংগঠনের সাথে নিবন্ধিত থাকার নিয়ম হলেও গায়ের জোরে চলছে মুক্তিযোদ্ধা হায়দার আলী জেনারেল হাসপাতাল। কর্তৃপক্ষের দাবী, হাসপাতালটির রোগী ধারণ ক্ষমতা ২০ শয্যা।

ছবি : হায়দার আলী হাসপাতালে খোশগল্প করে সময় পার করছে অপ্রশিক্ষিত দুই নার্স

তবে ২০ শয্যা হলে নিয়ম অনুযায়ী থাকার কথা ১২ জন প্রশিক্ষিত নার্স। লাগবে উচ্চতর এমবিবিএস ডিগ্রিধারী ৩ জন ডিউটি ডাক্তার। গতকাল বিকেলে মুক্তিযোদ্ধা হায়দার আলী জেনারেল হাসপাতালের প্রতিটি ফ্লোর ঘুরে পাওয়া যায়নি তাদের কোন অস্থিত্ব। হায়দার আলী জেনারেল হাসপাতালের রিসিপশনে কর্মরত হ্যাপী আক্তার নামে এক যুবতি জানান, আব্দুর রহমান স্যার গত কয়েক বছর ধরে রোগী দেখছেন, তার ভিজিট ৬শ’ টাকা। স্যার অত্যন্ত ভাল মানুষ। তিনি কখনোই কারো কাছ থেকে কমিশন নেন না, তার ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ সেবন করলে রোগীরা দ্রæত আরোগ্য লাভ করেন।
সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান দৈনিক আমার হবিগঞ্জকে জানান, এর আগে একবার ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে। আব্দুর রহমান সম্পর্কে শুনেছি, বিষয়টি যাচাই করে দ্রæত ব্যবস্থা নেয়া হবে।