হবিগঞ্জের সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল ১ মাসে ১৫ প্রাণহানি : নেই সওজের কার্যক্রম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 4 November 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের সড়কে বাড়ছে মৃত্যুর মিছিল ১ মাসে ১৫ প্রাণহানি : নেই সওজের কার্যক্রম

Link Copied!

তারেক হাবিব :  হবিগঞ্জে সড়কে দূর্ঘটনা যেন
কমছেই না। জেলার বিভিন্ন স্থানে একের পর
প্রতিনিয়তই ঘটছে অঘটন।

 

সড়ক দুর্ঘটনা রোধে যত কার্যকর ব্যবস্থা গ্রহণের কথাই বলা হোক না কেন, এটা থামছেই না।

গত ১ মাসের তথ্যনুসন্ধানে জানা যায় ভয়ঙ্কর তথ্য। জেলার মাধবপুর, শায়েস্তাগঞ্জ, বাহুবল এবং বানিয়াচং-নবীগঞ্জ রোডে প্রতিনিয়তই ঘটছে কোন না কোন প্রাণহানি।

 

গত ২৬ অক্টোবর মঙ্গলবার ভোরে মাধবপুর উপজেলার সাহেববাড়ি গেট এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

গত ২ নভেম্বর মঙ্গলবার শহরতলীর কালারডুবা প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে পানির নিচে তলিয়ে যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার চালক রাহুল তালুকদারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

একইদিনে হবিগঞ্জ সদর উপজেলার শরিফাবাদ গ্রামে বাবার গাড়ির নিচে চাপা পড়ে ওমর ফারুক নামে ১৪মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ওমর ফারুক ওই গ্রামের আলমগীর মিয়ার পুত্র।

 

গত ১৭ অক্টোবর রবিবার মাধবপুরের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের তিনবাংলা এবং উত্তর সুরমা নামক স্থানে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় চারজন নিহত হয়।

 

গত ৭ অক্টোবর বৃহস্পতিবার আজমিরীগঞ্জ উপজেলায় পশ্চিমবাগ গ্রামের জাহানারা বেগম (৬৫) এবং বাহুবল উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মারুফ মিয়ার ছেলে সোয়েব (৮) সড়ক দূর্ঘটনায় নিহত হন।

 

 

পুলিশ জানায়, সন্ধ্যায় বাড়ির পাশের সড়কে হাঁটছিলেন জাহানারা নামে ওই নারী। এ সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ
সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

একই দিন দুপুরে বাহুবলের দিগাম্বর বাজারে ঢাকা-সিলেট মহাসড়ক তার মায়ের সঙ্গে পার হচ্ছিল স্কুলছাত্র সোয়েব।

 

এ সময় ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী একটি বাসচাপায় ঘটনাস্থলেই সে মারা যায়।

 

হবিগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ মোঃ হোসেনুজ্জামান জানান, মূলত চালক ও পথচারীদের অদক্ষতার জন্যই দূর্ঘটনা ঘটে। সড়ক দূর্ঘটনা এড়াতে সচেতনতার বিকল্প নেই। সবাইকে আরও সচেতন হতে হবে।

 

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, চালক ও পথচারীদেরসচেতনতা বাড়ানোর পাশা-পাশি চলাচলের রাস্তা আরও সহজতর করে তুলতে হবে। রাস্তায় প্রয়োজনীয় সংকেত ব্যবহার বৃদ্ধি করতে হবে। আর এ কাজটি করবে সড়ক ও জনপথ।

 

হবিগঞ্জ জেলা বিআরটি মোঃ হাবিবুর রহমান জানান, আগামী ১৫ তারিখের মধ্যে জেলার সকল যানবাহন গুলোকে যাচাই-বাচাই করে রাস্তার চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।

 

১৫ তারিখের মধ্যে না করলে ১৬ তারিখ থেকে অভিযান পরিচালনা করা হবে। বলা বাহুল্য যে, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বেপরোয়া গতিতে গাড়ি চালানো।

 

সত্য এই যে, বেপরোয়া গাড়ি চালানো এখন নিয়মে পরিণত হয়েছে। আর তাই প্রতিদিন জেলার কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরছে। জেলায় বিপুলসংখ্যক গাড়ির ফিটনেস নেই।

 

লাইসেন্স নেই অথচ গাড়ি চালাচ্ছেন এমন ব্যক্তির সংখ্যাও কম নয়। চালকের পরিবর্তে তার সহকারী গাড়ি চালাচ্ছেন এমন তথ্যও জানা যায় দুর্ঘটনার পর।

 

অদক্ষ হাতে গাড়ি চালানো হলে দুর্ঘটনার আশঙ্কা থাকবে, এটা ব্যাখ্যা করে বোঝানোর দরকার নেই।