হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের সদর উপজেলার সায়হান ব্রিকসে চুরির ঘটনা ঘটেছে। চুরেরা অফিসে থাকা সিসিটিভির রেকর্ড মেশিন নগদ টাকা নিয়ে যায়।
শনিবার (১৭এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুঘর এলাকার সায়হান ব্রিকসে এ ঘটনাটি ঘটে।
সায়হান ব্রিকসের ম্যানেজার দিলিপ বাবু জানান, রাত প্রায় আড়াইটায় একদল চুর অফিসের দরজা ভেঙ্গে প্রবেশ করে। এ সময় অফিসের পাশের রুমে দরজা বন্ধ করে দিয়ে ম্যানেজারকে অবরুদ্ধ করে তারা এ চুরির ঘটনা ঘটনায়।
তিনি জানান, এ সময় অফিসে থাকা সিসি ক্যামেরার রেকর্ড মেশিন, নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়। অফিসের বিভিন্ন আলমারী ভাঙচুর করে বিভিন্ন ডকুমেন্ট তছনছ করে ফেলে।
ঘটনার খবর পেয়ে রবিবার দুপুরে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।