হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 5 August 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

Link Copied!

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জের জগতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।

 

ছবি: নিহত রাজমিস্ত্রী সোহেল মিয়া।

 

বুধবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার জগতপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার পথে জগতপুরে আর ওয়ান ফাইভ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান রাজমিস্ত্রী সোহেল মিয়া। গুরুতর আহত হয়েছেন কলেজ ছাত্র কিবরিয়া। আহত কিবরিয়াকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো, মোজাম্মেল হোসেন জানান, বিষয়টি আমরা শুনেছি ঘটনাস্থলে গিয়ে কোনরকম আলামত পাইনি।