মাধবপুর উপজেলার শাহজীবাজারের বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের রাবার বাগানটি উৎপাদনে গতিশীলতার অভাবে কাঙ্খিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না। ফলে প্রতিবছর অব্যাহত লোকসান দিয়ে যাচ্ছে বাগানটি।
১৯৮০-৮৭ সময়কালে সৃজনকৃত ২ হাজার ১০৪ একর আয়তনের শাহজীবাজার রাবার বাগানটিতে বর্তমানে রাবার গাছ রয়েছে ২ লাখ ৩৩ হাজার। কিন্তু ইতোমধ্যে ২ লাখ ১৯ হাজার গাছ জীবন চক্র হারিয়ে ফেললেও এসব গাছের জায়গায় নতুন গাছ না লাগানোর কারনে বছরের পর বছর ধরে রাবার উৎপাদনে ব্যাপক ঘাটতি দেখা দিচ্ছে।
অবশ্য বাগান ব্যবস্থাপক মোঃ জুলফিকার আলী ৪০ একর নতুন বাগান সৃজন করেছেন দাবী করে জানিয়েছেন । নবসৃজনকৃত বাগানে ৯ হাজার রাবার গাছের চারা লাগানো হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ৬০ একর আয়তনের নতুন আরেকটি রাবার গাছের বাগান সৃজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
বাগান ব্যবস্থাপক মোঃ জুলফিকার আলী সাথে আমার হবিগঞ্জের কথা হয়। জুলফিকার আলী আমার হবিগঞ্জকে জানান,১৯৮০-৮৭ সময়কালে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের (বাবশিউক) উদ্যোগে শাহজীবাজারের পাহাড়ি ভূমিতে রাবার বাগানটি গড়ে তোলা হয়। ধীরেধীরে বাগানটির পরিসর বাড়ে। লোকবলও বাড়ে।
বর্তমানে বাগানটিতে ২৪৭ জন টেপার রাবার গাছ থেকে কষ সংগ্রহের কাজে নিয়োজিত রয়েছেন। তার দেওয়া তথ্যমতে টেপার থাকার কথা ২৫৬ জন। সে হিসাবে ৯ জন টেপারের পদ শুন্য থাকলেও ব্যবস্থাপক দাবী করেছেন জনবল সংকটের কারনে উৎপাদন ব্যাহত হচ্ছে।
তিনি জানান বাগানটিতে সবমিলিয়ে ৩৪৯ টি পদ থাকলেও বর্তমানে মোট জনবল রয়েছে ২৮৪ জন। তার দাবী অনুযায়ী শুন্যপদের সংখ্যা ৬৫ টি।
ব্যবস্থাপক জানান বাগানটির ২০২১-২২ অর্থবছরে বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫শ টন।
২০২০-২১অর্থবছরে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৪শ ৯০ টন।
উৎপাদন হয়েছিল ৪ শ ৫৫ টন।চলতি অর্থবছরেও ৫ শ টন রাবার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না তিনি ধারণা করছেন। এজন্য তিনি রাবার গাছের জীবনচক্র হারানোকেই দায়ী করেছেন।
জীবনচক্র হারানো রাবার গাছ থেকে কাঙ্খিত পরিমান রাবারের কষ পাওয়া অসম্ভব উল্লেখ করে তিনি জানান, যুগযুগ ধরে জীবনচক্র হারানো পুরাতন গাছের উপর নির্ভর করেই বাগানটি চলছে। নতুন গাছ কেন তবে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে না এমন প্রশ্নে আমার হবিগঞ্জকে তিনি জানান,এটা উর্ধ্বতন কর্তৃপক্ষের এখতিয়ার। তিনি চাইলেই কিছু করতে পারেন না ।
তার মতে নতুন গাছের বাগান সৃজন করলেই হবে না-উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ক্লোন করা রাবারের চারা লাগালেই কেবল কাঙ্খিত মাত্রায় রাবার উৎপাদনের মাধ্যমে বাগানটিকে লাভজনক করা সম্ভব। বর্তমানে বাগানটিতে মান্ধাতা আমলের আরআর-৬০০ জাতের রাবার গাছের চারাই লাগানো আছে।
জানা যায়, বাগানে রাবার গাছ থেকে প্রাপ্ত কষ প্রসেসিং করে বাগানের কারখানাতেই রাবার শিট তৈরীর পর সেগুলো ভালভাবে শুকিয়ে ঢাকার মীরপুরে অবস্থিত বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের নিজস্ব সেলস সেন্টারে পাঠানোর পর বিভিন্ন রাবার ম্যানুফ্যাকচারিং কোম্পানি দরপত্রের মাধ্যমে কিনে নিয়ে তাদের চাহিদামত বিভিন্ন রাবার-সামগ্রী তৈরী ও বিপনন করে থাকে।
বাগানে সবকিছু মিলিয়ে ১ কেজি কাঁচা রাবার(রাবার শিট) উৎপাদন করতে সর্বনিম্ন খরচ পড়ে ৩ শ টাকা। কিন্তু সেলস সেন্টারে সেই রাবার সর্বোচ্ছ ১৭০ টাকা কেজি দরে বিক্রী হয় বলেও ব্যবস্থাপক জানিয়েছেন। তার দেওয়া তথ্যমতে বাগানের রাবার গাছগুলোর প্রতিটি থেকে বছরে গড়ে প্রায় সাড়ে আট থেকেক ৯ কেজি রাবার সংগ্রহ করা যায়।
সে হিসাবে গড়ে বছরে বাগানটির রাবার বিক্রী থেকে আয় প্রায় ১০ কোটি টাকা। কিন্তু কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা ও বাগান রক্ষণাবেক্ষণ ব্যয় বাবদ প্রতিবছর প্রায় ১২ কোটি টাকা খরচ হয়।
একারনে বাগানটি গড়ে প্রতিবছর প্রায় ২ কোটি টাকা লোকসান দিচ্ছে। তবে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন অন্যান্য রাবার বাগানের উৎপাদন বেশী হওয়ায় এ লোকসানের কারনে তেমন কোনো প্রভাব পড়ছে না বলেও তিনি দাবী করেন।
এ ব্যাপারে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের(বাবশিউক) সচিব ও সরকারের যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা মোঃ আব্দুল হাই আল মাহমুদ আমার হবিগঞ্জকে বলেন, জীবনচক্র হারানো গাছের পরিবর্তে নতুন গাছ লাগানোর মাধ্যমে রাবার বাগানটির উন্নয়নের লক্ষ্যে একটি চীনা কোম্পানীর সাথে তারা কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। শীঘ্রই এ ব্যাপারে অগ্রগতি দেখতে পাবেন।