হবিগঞ্জের শহরতলীতে চিকিৎসার নামে ভূয়া জ্বীনসাধকের প্রতারণা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 17 January 2022

হবিগঞ্জের শহরতলীতে চিকিৎসার নামে ভূয়া জ্বীনসাধকের প্রতারণা

Link Copied!

হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের টুপ পাড়ায় চিকিৎসার নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন এক ভন্ড জ্বীনসাধক। জ্বীন ও পরীর মাধ্যমে সন্তান দেওয়াসহ বিভিন্ন জটিল রোগ থেকে সারিয়ে তোলার কথা বলে পানিপড়া ও তাবিজ-কবজের মাধ্যমে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন তিনি। এতে করে গ্রামের সাধারণ মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে।

ওই ভুয়া জ্বীনসাধকের নাম কদর আলী (৬৫) । তিনি হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের টুপপাড়ার তোরাব আলীর পুত্র। প্রায় ৩৫ বছর ধরে বাড়িতে আসর বসিয়ে জ্বীনের মাধ্যমে চিকিৎসার নামে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

গ্যারান্টি সহকারে স্বামী-স্ত্রীর অমিল, জীনের আসর, নিঃসন্তান নারীদের সন্তান হওয়াসহ জটিল ও কঠিন রোগের চিকিৎসা করে আসছেন এই জ্বীনসাধক। বিশেষ করে বন্ধ্যা নারীদের বাচ্চা হবেই এমন গ্যারান্টি দিয়ে চিকিৎসার নামে প্রতারণা করছেন তিনি।

বাচ্চা হয় না এমন নারীদের ‘মনিঝাড়া’নামের বিশেষ পদ্ধতিতে চিকিৎসার নামে ধর্ষণ করে বাচ্চা উৎপাদন করে দেয়ার মতো ভয়াবহ কাজ করে চলেছেন বলেও এলাকার বেশ কয়েকজন অভিযোগ করেন।

কদর আলী এবং তার স্ত্রী আন্নরা খাতুন মিলেই এই অপকর্ম চালিয়ে আসছেন। রোগীরা আসলে কদর আলী তার নিজের স্ত্রী কেই জ্বীন আসার মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতারণা করেন।

১৫ জানুয়ারি দুপুরে ভুয়া জ্বীনসাধকের বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি ঘরে আসন পেতে বসে আছেন ভন্ড জ্বীনসাধক কদর আলী। জেলার বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিতে আসা প্রায় ২০ জন নারী তাকে ঘিরে বসে আছেন।

কদর আলীর একজন প্রতিনিধি তাদের কাছ থেকে হাজিরার নামে ১১০ টাকা করে সংগ্রহ করেন। টাকা সংগ্রহ শেষ হলে কদর আলীর স্ত্রী আন্নরা খাতুন (৪৫) কে আনা হয় আসনে। তিনি কিছুক্ষন নীরব থেকে হঠাৎ করে উদ্ভট শব্দ করতে থাকেন। তখন কদর আলী তার স্ত্রীর শরীরে জ্বীন ও পরীরা আছর করেছে বলে রুগীদের নাম নিয়ে নানা প্রশ্ন করেন।

জবাবে তার স্ত্রী সকল রুগীদের ক্ষেত্রেই তার সামনে বিপদ আছে, খারাপ জ্বীনে আছর করেছে, স্বপ্নে অত্যাচার করে, দুর্ঘটনার শিকার হতে পারে বলে উত্তর দেয়। তখন রুগীরা এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবে জানতে চাইলে ভন্ড কদর আলী তাদেরকে তাবিজ ও পানি পড়া নিলে সমাধান হয়ে যাবে বলে অভয় দেন।

পরবর্তীতে এক টুকরো কাগজে ভুল বানানে যা-তা লিখে তাবিজ ও পানি পড়া দিয়ে বিপুল অংকের টাকা হাতিয়ে নেন। আমাদের এক প্রতিবেদক রুগী সেজে কদর আলীকে প্রশ্ন করেন যে তার এক ভাবির ৩ বছর যাবত বাচ্চা হচ্ছেনা এটার কোন সমাধান আছে কি না? তখন তাকে বিশেষ এক তাবিজের মাধ্যমে এই সমস্যার সমাধান করে দিবেন বলে জানান। তবে রোগীনিকে এনে তার বাড়িতে রাখতে হবে বলে জানান তিনি।

একপর্যায়ে ভন্ড জ্বীন সাধক কদর আলীর কাছে সাংবাদিক পরিচয়ে প্রশ্ন করা হলে তিনি জানান ভারতের হিমালয় অঞ্চল থেকে তিনি দীক্ষা নিয়ে এসেছেন বলে দাবী করেন।

তার লিখা একটি তাবিজ দেখিয়ে সেখানে কি লিখেছেন জিজ্ঞেস করলে তিনি ‘স্বামী-স্ত্রীর মধ্যে মিলন হোক’ লিখেছেন বলে জানান। অথচ ওই তাবিজে ভুল বানানে লিখা ছিলো ‘আমার তাবে ছুবে,আছে’।

এক পর্যায়ে তিনি স্বীকার করেন তিনি কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহন করেননি। তখন তিনি উপস্থিত রুগীদের সামনে ক্ষমা চেয়ে প্রতিবেদকদের ম্যানেজ করার চেষ্টা করেন।

শায়েস্তাগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা রজব আলী জানান, তিনি বুকে ব্যথার চিকিৎসার জন্য গত ৩ সপ্তাহ যাবৎ ভন্ড কবিরাজ কদর আলীর কাছে আসছেন। কবিরাজ তাকে জ্বীনের হাজিরার মাধ্যমে জানিয়েছেন যে তাকে নাকি বান মারা হয়েছে। কবিরাজ তাকে আরও জানান, এই বান থেকে মুক্তি পেতে হলে ২০ টাকা তাকে দিতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী জানান, তার স্বামী তাকে ছেড়ে চলে গেছেন। তার স্বামীকে ফিরিয়ে আনার জন্য কদর আলীর দ্বারস্থ হয়েছেন। জ্বীন হাজিরার মাধ্যমে তার স্বামীকে ফিরিয়ে আনতে জ্বীনদেরকে উপঢৌকন দিতে হবে বলে জানানো হয়।

তেঘরিয়া গ্রামের বাসিন্দা শেখুল মিয়া জানান, একসময় ভাত খেতে না পাওয়া কদর আলী ভন্ডামি করে কোটি টাকার মালিক হয়েছেন। সে এলাকার কতিপয় মোড়লকে মাসোহারা দিয়ে এই ভণ্ডামি করে আসছে।

এলাকায় প্রভাব বিস্তার করে চলায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না। এলাকার একজন বাসিন্দা হিসেবে তার এই প্রতারণা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানাই।

এ ব্যাপারে হবিগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল দৈনিক আমার হবিগঞ্জকে জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

লিড সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়