ফুটফুটে কিশোরী মেয়েটা কেন চা বিক্রি করে তা মীমও কখনো গায়ে পড়ে তার দুঃখের কথা কাউকে বলতে আসেনি। বরং পরিশ্রম করে নিজের ভাগ্য নিজে পরিবর্তনের জন্য যুদ্ধ করাকেই শ্রেয় মনে করেছে।
ঢাকা শহরের অন্য সকল ভাসমান লোকদের মতো মীমের শিকড়ও গ্রামে। অভাবের তাড়নায় হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বেঘুনাই গ্রামের শফিক উদ্দিন গ্রাম ছেড়ে সপরিবারে ঢাকায় এসেছেন বেশ কয়েক বছর আগে। চার মেয়ে এবং এক ছেলে নিয়ে তার অভাবের সংসার। ঢাকায় এসে চায়ের ফ্লাস্ক হাতে তুলে নিয়েছেন তিনি। এভাবেই বড় করে তুলেছেন সন্তানদের। ছেলে বড় হয়েছে। তার নিজের সংসার হয়েছে। বাপ- মা, বোনদের দায়িত্ব নেওয়ার সক্ষমতা এবং মানসিকতা কোনোটাই তার নেই। অল্প বয়সে বিয়ে হয়েছে তিন বোনের। মীমের ভাগ্যও এর চেয়ে অন্য কিছু হওয়ার কথা ছিল না।
কিন্তু, মীম এই ভাগ্যকে চ্যালেঞ্জ জানিয়েছে। জীবনকে দেখে নিতে চেয়েছে শেষ পর্যন্ত। তাই বাবার মতো সেও হাতে তুলে নেয় চায়ের ফ্লাস্ক। বাবা মৎস্য ভবন এলাকায় এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় চা বিক্রি করে। পড়াশোনা চালিয়ে গেছে এর মধ্যেই।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান উচ্চ বিদ্যালয় হতে ২০১৮ সালে জিপিএ ৪.২৮ পেয়ে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ২০২০ সালে লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেছে জিপিএ ৪.৫৮ পেয়েছে মীম।
এখন চোখে তার উচ্চশিক্ষার স্বপ্ন। যে ক্যাম্পাসে মীম চা বিক্রি করে, সেখানেই পড়ার স্বপ্ন দেখে সে। অদম্য সাহসী, পরিশ্রমী এই মেয়েটির স্বপ্নপূরণে সমাজ কি এগিয়ে আসবে? এমনটাই আশা সবার।