হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগ কর্মী মাহতাবুর আলম জাপ্পিকে পুলিশ পরিচয়ে হুমকি! - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 25 July 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগ কর্মী মাহতাবুর আলম জাপ্পিকে পুলিশ পরিচয়ে হুমকি!

Link Copied!

ছবিঃ সভাপতি সাইদুর ও মাহির ফাইল ছবি; মধ্যে রহস্যময় সেই কলদাতা।

 

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি পদ দেয়ার প্রলোভনে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারি সাইদুর-মাহির আর্থিক কেলেঙ্কারী ফাঁসের পর এবার ঘটেছে ভিন্ন ঘটনা। ভোক্তভোগি ছাত্রলীগ কর্মী মাহতাবুর আলম জাপ্পিকে এবার পুলিশ পরিচয়ে ভয় দেখানো হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাতে একটি নাম্বার (০৮৮০১৬১৬৫১৭৭৭৮) থেকে জাপ্পির মোবাইলে ফোন করে তাকে নানাভাবে ভয় দেখানো হয়। হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর ও সেক্রেটারি মাহির প্রলোভনে পড়ে ২০ লাখ টাকা খোয়ানো জাপ্পি অনেকটা ভয় পেয়েই তার শেষ আশ্রয়স্থল সাংবাদিকদের কাছে নাম্বারটি দেন। পরে একজন সাংবাদিক ফোন করলে ওই ব্যক্তি নিজের নাম সফিক এবং তিনি নিজেকে হবিগঞ্জ সদর থানায় কর্তব্যরত পুলিশের এসআই (সাব ইন্সপেক্টর) পরিচয় দিয়ে ফোন কেটে দেন।

এরপর ওই নাম্বার (০৮৮০১৬১৬৫১৭৭৭৮) থেকে জাপ্পিকে আবার ফোন দিয়ে ভয় দেখানো হয়। বলা হয়, কেন্দ্রের নির্দেশে তদন্ত করা হচ্ছে, তদন্ত প্রতিবেদন দিলে জাপ্পিও ছাত্রলীগ থেকে বহিস্কার হবে।

এদিকে হবিগঞ্জ জেলা পুলিশ প্রশাসনে খোঁজ নিয়ে জানা যায়, এ ধরনের প্রতিবেদন তৈরি এবং ভুক্তভোগির সঙ্গে কথা বলতে কাউকে দায়িত্ব দেয়া হয়নি। পুলিশ থেকে কাউকে দায়িত্ব না দিয়ে থাকলে ওই নাম্বার থেকে কে বা কারা জাপ্পিকে ফোন দিল? কি উদ্দেশ্যে ফোন দিল? ওই কলার কি তাহলে সাইদুর-মাহির লোক? সাইদুর-মাহি কি ওই কলারকে দিয়ে ফোন করিয়েছেন? নাকি সে কোন প্রতারক? অবৈধ স্বার্থ হাসিল করতে জাপ্পিকে ফোন দিয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, এ ধরণের নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভুক্তভোগিদের মনে।

পরে খবর পেয়ে “দৈনিক আমার হবিগঞ্জ” পত্রিকা থেকে একাধিকবার ফোন দিলে ওই কলার একবার ফোন রিসিভ করে বলেন, আমি এখন ব্যস্ত আছি, সকালে কথা বলবো, বলে ফোন কেটে দেন। পরে শনিবার সকালে ফোন দিয়েও তার সঙ্গে কথা বলা যায় নি। তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে, ভুক্তভোগি ছাত্রলীগ কর্মী মাহতাবুর আলম জাপ্পিকে ফোন করে হুমকি প্রদানকারী ওই ব্যক্তি পুলিশ সদস্য নন, ভুয়া পরিচয় ব্যবহার করা হয়েছে বলে “দৈনিক আমার হবিগঞ্জ”কে নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী।

উল্লেখ্য, মাধবপুর উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি পদ দেয়ার প্রলোভনে মাহতাবুর আলম জাপ্পি নামে ওই ছাত্রলীগ কর্মী ও তার আমেরিকা প্রবাসী ভাই শাহীনের কাছ থেকে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এর মধ্যে ১১ লাখ নিয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও ৯ লাখ নিয়েছেন সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি। এরপর কমিটি না দিয়ে সাইদুর ও মাহি পাল্টা জাপ্পি ও তার ভাইকে মুখ না খুলতে নানাভাবে চাপ দিচ্ছেন। এসব বিষয়ে শুক্রবার “দৈনিক আমার হবিগঞ্জ” পত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। এরপর সাইদুর ও মাহি নিজেদের অপরাধ ঢাকতে নানা মহলে দৌড়ঝাঁপ শুরু করেছে। মাধবপুরে নিজেদের অনুসারীদের দিয়ে জাপ্পি ও তার ভাইয়ের নামে নানা ধরণের অপপ্রচার চালাচ্ছে।

এ অবস্থায় শঙ্কা উৎকন্ঠায় দিন পার করছে জাপ্পি ও তার পরিবার। ভুক্তভোগিরা তাদের এমন অপকর্মের বিচার প্রার্থনা করছেন সরকার ও প্রশাসনের কাছে। জাপ্পির ভাই শাহীন “দৈনিক আমার হবিগঞ্জ” পত্রিকাকে ফোন করে বলেন, আমি ১২ বছর ধরে আমেরিকায় থাকি। আমার ছোট ভাইকে মাধবপুর উপজেলা ছাত্রলীগের পদ দেয়ার প্রলোভনে সাইদুর ও মাহি আমাদের কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নিলো। এরপর নানাভাবে যন্ত্রণা দিচ্ছে। পদের জন্য টাকা লেনদেন যে অপরাধ এ বিষয়টি আমার মাথায় থাকলে কোনদিন আমি ওদের ফাঁদে পা দিতাম না। তিনি বলেন, আমি একজন প্রবাসী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আকুল আবেদন, সাইদুর মাহির যন্ত্রণা থেকে আমাদের রক্ষা করুন। আমরা সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আসছি। আপনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা। আপনি আমাদেরকে এদের কবল থেকে বাঁচান।

শুক্রবার রাতে মাহতাবুর আলম জাপ্পির সঙ্গে ওই কলারের ৫ মিনিট ৩৫ সেকেন্ডের কথাপকথন পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো :

জাপ্পি : ফোন রিসিভ করে, আসসালামু আলাইকুম।
কলার: সালামের জবাব না দিয়েই, আপনি কি সাংবাদিককে আমার নাম্বার দিছিলেন?
জাপ্পি: না আমার ভাইয়ে কাছে দিছিলাম।
কলার : আপনার ভাই শাহীন কি করে?
জাপ্পি : কেন? আপনার পরিচয়টা দেন আগে, ক্লিলিয়ারলিভাবে আপনার পরিচয়টা দেন।
কলার: কেন পরিচয় দিছিনা আমি আপনাকে?
জাপ্পি : বলেন না আপনি কোথাকার?
কলার: আপনি উনাকে সাংবাদিক বলছিলেন?
জাপ্পি : জ্বি?
কলার: উনাকে কি সাংবাদিক বলছিলেন আমি?
জাপ্পি : না সাংবাদিক বলতে (কলারের পরিচয়) ক্লিয়ারলি বুঝি নাই, এজন্য বলছি আরকি।
কলার : না বুঝলে আপনি আমাকে বলবেন না? আপনি উনাকে বলছেন আমি সাংবাদিক।
জাপ্পি: তাহলে আপনি কে?
কলার: আপনার বিষয়টা একটু অন্যদিকে চলে যাচ্ছে, বুঝছেন?
জাপ্পি: আচ্ছা আমি আগে আপনার কথাটা (পরিচয়টা) শুনি, তারপরে বলতেছি। আপনি কে? আগে পরিস্কারভাবে বলেন?
কলার : আমি হচ্ছি সাব ইন্সপেক্টর-এসআই সফিক। ঠিক আছে। এবার বুঝছেন আমার পরিচয়টা?
জাপ্পি : জ্বি, বুঝতা পারছি।
কলার : আমিতো আপনার ভালোর জন্য ফোনটা দিছলাম, এখন আপনারা নেগেটিভলি নিয়ে বিভিন্ন জায়গা থেকে ফোন দিচ্ছেন।
জাপ্পি : নেগেটিভলি না, আপনি ভাইয়ের সঙ্গে কথা বলবেন, এজন্য ভাইকে নাম্বারটা দিছি। এতটুকুই। এখন আপনি ফোন দিছেন কিসের জন্য? আমি শুনি, বলেন?
কলার : না, না, আপনার বিষয়টা নিয়ে অনেক.. যাচ্ছে বুঝছেন। আমাদের হাতে আসছে। আমরা বিষয়টা দেখতেছি। এজন্য আমি আপনাকে ফোন দিছি ভালোর জন্য। আপনিতো বলছেন উনারা টাকা নিছে, এই-সেই। তো টাকা নিয়ে উনারা পদ দিবে কেন? আমার কথা হচ্ছে এইটা।
জাপ্পি : শুনেন আমি আপনাকে বলি। এখন মনে করেন এখানের মধ্যে আপনার যে..
কলার : জাপ্পিকে থামিয়ে দিয়ে, বিষয়টা যদি মনে করেন আপনি যেসব কাগজপত্র দেখাইছেন, সব আমরা স্ক্রেনিং করে নিচ্ছি, বুঝছেন? এটা যদি প্রমানিত হয় তাহলেতো আপনার পদও থাকবে না। বাকি যারা পদ দিছে ওরাও থাকবে না। বুঝছেন? উনারাওতো দোষী। উনারা টাকা নিলো। টাকা দিছেন, সেইটার ডকুমেন্ট আছে। ডাচবাংলা ব্যাংকে দিছেন এরও রিসিট আছে। মোবাইলে কথোপকথন সবগুলো আমরা শুনছি। এজন্য আমি আপনাকে ভালোর জন্য ফোনটা দিলাম। মানে এখন আপনি বিভিন্ন জায়গা থেকে ফোন করাচ্ছেন। এটা হলো।
জাপ্পি : না, না, আমি বিভিন্ন জায়গা থেকে ফোন করাচ্ছি বলতে, আমি আপনাকে বলছি, আপনার নাম্বারটা আমার ভাইয়ের কাছে দিতেছি, ভাইয়ের কাছে দিছি এতটুকুই। ভাইয়ে আপনাকে ফোন করাইছে কিনা আমি জানি না। ভাইয়ের সঙ্গে আমার আর কথা হয়নাই। এখন মনে করেন এটা ঘটনাতো সত্য। এটা আপনি মনে করেন, যেহেতু আপনি সম্পুর্ণটা দেখছেন।
কলার : ঘটনা যেহেতু ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে আপনার বিষয়টা সত্য ঠিক আছে। আপনিতো বুকে হাত দিয়ে বলতেছেন ঘটনাটা সত্য। তা আমরাও মানি। …বিষয়টা হলো পরেরে ফেলার জন্য গর্ত খুড়লে, সেই গর্তে নিজেই পড়তে হয়। তাই না? এখন বিষয়টা হচ্ছে-এখন যদি আমরা প্রতিবেদন পাঠাই দেই, তাতে আপনার পদ থেকে আপনাকে বহিস্কার করবে পাশাপাশি যারা দিছে তারাও বহিস্কার হবে।
জাপ্পি : এটাতো এখন মনে করেন, ন্যায্য যেটা হওয়ার, সেটাতো হবেই।
কলার: আমি, শুনেন। আপনি কি জানেন, বর্তমানে বাংলাদেশের আওয়ামী লীগে যারা আছেন, বা বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোন কর্মী থেকে টাকা নিয়ে পদ দেয়া সম্পুর্ণ নিষিদ্ধ এটা জানেন? এটাতো উনি নিজে বলে দিছেন। আপনার বিষয়টাতো মনে করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ পর্যন্ত চলে গেছে। ওইখান থেকে আমাদেরকে ফোন করা হচ্ছে, এইজন্য আপনাদের বিষয়টা আমরা দেখতেছি। এখন যদি এখান থেকে আমরা প্রতিবেদনটা দিয়ে দিই, তাহলেতো মনে করেন আপনিও সমস্যায় পড়বেন পপাশাপাশি উনারাও সমস্যায় পড়বে। …তাই আমিতো আপনার ভালোর জন্য ফোনটা দিছি। বিষয়টাতো আপনি অন্য জায়গায় নিয়ে গেলেন।
জাপ্পি : অন্য জায়গায় কেন নিব? আপনি যেহেতু এ দায়িত্ব নিছেন, যেহেতু কেন্দ্র থেকে আপনার কাছে ফোন করা হয়েছে, সেহেতু আপনিইতো সত্যটা বলতে পারেন। সমস্যা কি? অন্যদিকে যাওয়ার কি দরকার?
কলার : শুনেন, সব কথা বলতে গেলেতো আপনাকে যে লিখিত পদ দিয়েছে, এগুলো থাকবে না।
জাপ্পি : যেটা সত্য, সেটাতো আপনারা দেবেনই। সমস্যা কি আছে? যেহেতু হবিগঞ্জের একটা পত্রিকায় নিউজ হইছে, এটাতো আপনি পড়েছেন, আপনি দেখছেনই। এখন মনে করেন যা কিছু আছে, সত্যিই তা। এরপরও মনে করেন, যে এটা সংগ্রহ করছে, যিনি এ বিষয়ে লেখালেখি করেছে উনার সঙ্গে আপনি কথা বলেন। বাকি কিছু জানার থাকলে জেনে নেন। সমস্যা নাইতো।
কলার: আমাদেরতো জানার দরকার নেই। আমি যতটুকু জানছি, চোখে দেখছি, কানে শুনছি আর কিছু জানার কি দরকার আছে..? এখন আপনাকে যে পদটা দিছে, ওই পদটাতো আর থাকবে না, যদি আমরা এখন প্রতিবেদন পাঠাই। এটা জানেন আপনি?
জাপ্পি : না থাকলে না থাকলো আর কি করার আছে…কারণ এটা মনে করেন…
কলার : জাপ্পিকে থামিয়ে দিয়ে, ওই যে আপনার সাইদুর রহমান এবং মাহি দুজনেইতো অপরাধী, দুজনকেইতো বহিস্কার করবে। এটা জানেন?
জাপ্পি : যদি তারা অপরাধ করে থাকে, আমি অপরাধ করে থাকি, সমস্যা কি? হইলে হইলাম।
কলার : ঠিক আছে, আপনি আপনার ভাইকে আমার সাথে কথা বলতে বলিয়েন, হে। আমার নাম্বারে ফোন দিতে..সমস্যা নাই, আমি দেখি আপনার জন্য কি করা যায়, হে। আশা করি কিছু একটা করবো, আর আপনি আমার সাথে সকালে একটু কথা বলিয়েন। বিষয়টাতো আমরা আপনার ভালোর জন্যই নিছিলাম। ফোন করছি। এখন আপনি সাংবাদিকদের দিয়ে ফোন করাচ্ছেন।
জাপ্পি: আচ্ছা ঠিক আছে, আমি ভাইকে বলতেছি।

এরপর ফোন কেটে দেয়া হয়।