হবিগঞ্জের মাধবপুরে নির্বাচন কর্মকর্তার বাসায় দুঃসাহসিক চুরি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 26 July 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের মাধবপুরে নির্বাচন কর্মকর্তার বাসায় দুঃসাহসিক চুরি

Link Copied!

রুয়েল আহাম্মেদ রুবেল : মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার ভাড়া বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ৬ভরি স্বর্ন ৪ভরি রোপা একটি ট্যাপ নগদ ৫৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জান শ্যামলী আ/ব এলাকার একটি প্লাটে ভাড়া থাকেন। গত বৃহস্পতিবারের ভাড়া বাসা তালা বব্ধ করে তিনি স্ব পরিবারে গ্রামের বাড়ি নরসিংদীতে চলে যান।

রবিবার (২৬ জুলাই) সকালে তিনি বাসায় এসে দেখেন তালা ভাঙা ও দরজা খোলা। ভিতরে প্রবেশ করে দেখতে পান ষ্ট্রীলের আলমারি ও ওয়াডের ডয়ার খোলা। ও কাপড় ছোপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দৃবৃত্তরা আলমারি ও ওয়াডপে রাখা স্বর্নের গলার নেকলেস, চেইন দুটি রকেট একটি কানের টানা একটি, কানের দুল৪ আংটি ২ মোট ৬ভরি স্বর্ন ও রোপার চেইন ও নুপর ৫ভরি, একটি ট্যাপ ও নগদ ৫৫ হাজার টাকা নিয়ে যায়। তবে কখন এ চুরি সংঘটিত হয় বলতে পারে না।

 

ছবি: চুরি সংঘটিত হওয়ার পরে, কর্মকর্তার বাসার অবস্থা

 

এব্যাপারে নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জান বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন।

মাধবপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম দস্তগীর আহমেদ “দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান, খরর পেয়ে তিনি ঘটনাস্থলে পরিদর্শন করেন। ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্বারে পুলিশ তৎপর রয়েছে।