পবিএ দেব নাথ, মাধবপুর : মঙ্গলবার (২৮ জুলাই) মঙ্গলবার হবিগঞ্জের মাধবপুর উপজেলা মনতলা ইসলামিক মহিলা মাদ্রাসাতে তাকওয়া ইসলামিক ফাউন্ডেশন’র পক্ষ থেকে কোরআন শরীফ ও কিতাব হাদিয়া দেয়া হয়েছে।
ইসলামিক মহিলা মাদ্রাসাতে ২৬ খানা কোরআন শরীফ ও ৫ সেট কিতাব হাদিয়া হিসেবে দেয়া হয়।
মনতলা ইসলামিক মহিলা মাদ্রাসাতে দেওয়ার মাধ্যমে তাকওয়া ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে থেকে এটি ১৮ তম কাজ সম্পূর্ণ হলো।
মহিলা মাদ্রাসতে কোরআন শরীফ ও কিতাব হস্তান্তর কালে উপস্থিত উপস্থিত ছিলেন প্রধান অতিতি মুজিবুর রহমান বাহার, মনতলা জামে মসর্জিদের ইমাম খালেদ সাইফুল্লাহ।
এসময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলহাজ্ব ক্বারি তাজুল ইসলাম বলেন, এই মাদ্রাসাতে ৫৯ জন ছাত্রী আছে কিন্ডারগার্টেন, আদর্শ নূরানী, নাজেরা ও কিতাব বিভাগ চালু আছে। মাদ্রাসাতে ২৬ টি কোরআন শরীফ ও ৫ সেট কিতাব পেয়ে ছাত্রীরা অনেক খুশি তাই তাকওয়া ইসলামি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জনাব জাবেদ মিয়াকে ধন্যবাদ জানাই ওনি যেন ইসলামিক কাজ করতে পারে।
তাকওয়া ইসলামি ফাউন্ডেশন এর পক্ষে উপস্থিত ছিলেন আহাদ নাদিয়া, সুহেল, বায়েজিদ আহম্মেদ খান, জহিরুল, জাবেদ ওমর, ইসমাইল, আকিল খান ও মামুন সহ আরো অনেক।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রবাসী জাবেদ মিয়া সাথে আলাপ করলে জনাব জাবেদ মিয়া বলেন, প্রবাসী ও দেশের সকল সদস্যদের সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা আরো দূরে এগিয়ে