হবিগঞ্জের মাধবপুরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 25 July 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের মাধবপুরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Link Copied!

 

মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার খাষ্টি নদীর পাশে একটি পাট ক্ষেত থেকে অজ্ঞাতনামা পুরুষ (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশের কাছে বুজিয়ে দেওয়া হয়।

শনিবার (২৫ জুলাই) সকালে স্থানীয় লোকজন খাষ্টির নদীর রুস্তমপুর এলাকায় একটি পাট ক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে মাধবপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ও বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন ঘটনাস্থলে গিয়ে লাশের অবস্থান দেখে নাসিরনগর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন।

 

ছবি: অজ্ঞাতনামা পুরুষ (৫০)

 

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম “দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান, লাশের অবস্থান ছিল নাসিরনগর থানা এলাকায় সেজন্য নাসিরনগর থানা পুলিশ কে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন “দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান, লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।