আজমিরিগঞ্জ, প্রতিনিধি : বানিয়াচঙ্গের হাওরে নৌকাডুবিতে নিহত আজমিরীগঞ্জের তিনজনের পরিবারের হাতে জেলা প্রশাসকের অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়েছে।
আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খাঁন, জেলা প্রশাসকের পক্ষে আজ বুধবার (৫ আগস্ট) বেলা ৩টায় অনুদানের (জিআর ক্যাশ) নগদ ৬০ হাজার টাকা নিহতদের পরিবারের হাতে তোলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুরে আজমিরীগঞ্জের শিবপাশা থেকে বানিয়াচঙ্গের মুরাদপুরে যাওয়ার পথে নৌকাডুবিতে একই পরিবারের ৩ জন নিহত হন।