পলাশ পাল,হবিগঞ্জ : হবিগঞ্জের প্রাণ কেন্দ্র বাইপাস রোডের স্টেডিয়াম সামনে কিবরিয়া পৌরমিলনায়তন। আরো রয়েছে একটি সরকারি স্থাপনা। কিন্তু এই জায়গায় ময়লা থাকার কারণে আশেপাশের বাসাবাড়িসহ এলাকার মানুষের ময়লা আবর্জনা থাকার কারণে মানুষ ভালভবে বসবাস ও চলাচল করতে পারছেনা ।
ফলে দেখা দিচ্ছে নানাবিধ অসুখ-বিসুখ। বাইপাস রোড সংলগ্ন সুলতান মাহমুদপুর এলাকার বাসিন্দারাসহ চলাচলাকারী জনসাধারণ এই ময়লার স্তপ দ্রুত সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষের কাছে জোরদাবি জানিয়েছেন।