হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন চীনের বাংলাদেশে নিযুক্ত মিশন কাউন্সিলার ও ডেপুটি চীফ অব মিশন ইয়ান উয়া লং। ইঞ্জিনের নৌকায় চড়ে প্রত্যন্ত এলাকায় গিয়ে তিনি নিজ হাতে তুলে দিয়েছেন ত্রাণ সামগ্রী।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের সাথে চীনের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। এই সম্পর্কের নিদর্শন স্বরুপ এই দেশের অসহায় জনগনের পাশে দাঁড়ানোকে কর্তব্য মনে করে আমরা এই ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি।
বৃহস্পতিবার (২৩জুন) জাসপোস নামে হবিগঞ্জের একটি এনজিওর মাধ্যমে চীনা রাষ্ট্রদূত বানিয়াচং উপজেলার পরতনা ও প্রতাবপুর গ্রামে ত্রাণ সামগ্রী হিসাবে, চাউল, আলু, পেয়াজ ও তেলসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, আলী ইদ্রিছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন মিয়া ও আবু জাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান।