হবিগঞ্জের ফাল্গুনী রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 25 March 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের ফাল্গুনী রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের ফাল্গুনী জোয়ার্দার।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের স্বাক্ষরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটিতে সভাপতি হিসেবে প্রিয়াঙ্কা সেন মৌ, সহ-সভাপতি হিসেবে মিল্টি রানী সরকার, নাজনীন সুলতান, মিথিলা বিন্তে মাতিন, সাধারণ সম্পাদক হিসাবে আজমিনা বিনতে ইসলাম শ্রেয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ফাল্গুনী জোয়ার্দার , সাংগঠনিক সম্পাদক হিসাবে লিমা আক্তার কেয়া ও মুমতা হেনা মিম মনোনীত হন।

ফাল্গুনী দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাশগুপ্তের আপন ভাগনী।

ফাল্গুণীর পিতা অশোক জোয়ার্দার ও মাতা স্বপ্না দাস গুপ্ত ।

জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে ফাল্গুনী হবিগঞ্জ বিকেজিসি স্কুল ও বৃন্দাবন সরকারি কলেজে পড়াশোনা করার সময়ে ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতেন।

অত্যন্ত মেধাবী ছাত্রী ফাল্গুনী এস এস সি ও এইচ এস সি উভয় পরীক্ষাতেই গোল্ডেন জিপিএ .৫ পান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এ সময় তার সাংগঠনিক দক্ষতা ও কঠোর পরিশ্রম করেসকলের মনোযোগ আকর্ষণ করেন তিনি ।

এরই ধারাবাহিকতায় তিনি বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদ লাভ করেন।

এ বিষয়ে ফাল্গুনী জোয়ার্দারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান , আমার মামা সুশান্ত দাস গুপ্ত শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন।

তিনি হবিগঞ্জে আওয়ামী রাজনীতিতে যোগদান করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন।

তার নিকট থেকে মুজিব আদর্শ উজ্জীবিত হয়ে আমি ছাত্রলীগে যোগদান করি ।

ভবিষ্যতে আমি দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। এসময় তিনি হবিগঞ্জের সর্ব সাধারণের নিকট দোয়া ও আশীর্বাদ কামনা করেন।