স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের প্রতিটি উপজেলায় সরকারী-বেসরকারী সকল ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মাঝে একটানা পিপিই বিতরণ করে অনন্য নজীর রেখে চলছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, স্বাচিপ সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।
ডাঃ মুশফিক গত ৭ এপ্রিল ঢাকাস্থ জালালাবাদ এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে দেয়া শতাধিক পিপিই হবিগঞ্জের প্রাইভেট ডাক্তারদের মধ্যে বিতরণ করেন।
হবিগঞ্জ জেলার বেসরকারী ডাক্তারগণ যাতে প্রতিনিয়ত রোগী দেখতে পারেন সেজন্য শতাধিক পিপিই ঢাকাস্থ জালালাবাদ এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে শতাধিক পিপিই বিএমএ ও স্বাচিপ সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর কাছে প্রেরণ করা হয়। সবগুলো পিপিই প্রাইভেট ডাক্তারদের মধ্যে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বিতরণ করেন।
এছাড়া ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর ব্যক্তিগত প্রচেষ্টায় আরো পিপিই সংগ্রহ করার চেষ্টা করছেন এবং প্রত্যেক উপজেলায় পিপিই প্রদান করবেন। দেশের এই দূর্যোগময় সময়ে ডাক্তারদের যথাযথ চিকিৎসা প্রদানে সচেতন থাকার ও এগিয়ে আসার জন্য ডাঃ মুশফিক হোসেন চৌধুরী সকলের প্রতি অনুরোধ জানান।