তারেক হাবিব, প্রধান প্রতিবেদক॥ হবিগঞ্জের পৃথক স্থানে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ৫ মার্চ রবিবার সারাদিনে জেলার চুনারুঘাট ও মাধবপুর থেকে পৃথক ভাবে ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম জানান, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্ত এলাকায় উড়ার টিলার ফুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১৯ কেজি গাজাঁসহ তাকে আটক করা হয়। ফুল মিয়া (৪০) চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে চুনারুঘাট থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। যার বাজার দাম কয়েক লাখ টাকা হতে পারে।
মাধবপুর থানার ওসি মোঃ ইকবাল জানান, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাস স্ট্যান্ড এলাকায় প্রাইভেট কার যোগে গাঁজা পাচার হচ্ছে মর্মে তথ্য পেয়ে ২ মাদক ব্যবসায়ীসহ ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আত্মকৃত মাদক ব্যবসায়ীরা হল নরসিংদী জেলার রায়পুরা এলাকার রাজনগর গ্রামের আকবর মিয়া ওরফে জাকির হোসেনের ছেলে মোঃ জাহিদ মিয়া (২০) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবেড় এলাকার শাহজাহান মিয়ার ছেলে ফাইজুল ইসলাম (২৫)। এ ব্যাপারে মাধবপুর থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।