দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহনের স্বার্থে হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলীসহ দুই বিভাগের দুই পুলিশ কমিশনার, পাঁচ জেলার পুলিশ সুপার এবং একজন জেলা প্রশাসক ও তিন ওসিকে প্রত্যাহার করার নির্দেশ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জনপ্রশাসনের সিনিয়র সচিব ও জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছেন তারা।
রোববার (১০ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের উপ সচিব মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়। ওই চিঠিতে বরিশাল ও সিলেটের পুলিশ কমিশনার এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপারকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ব্রাক্ষ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং মানিকগঞ্জ সদর, সিংগাইর ও শ্রীপুর থানার ওসিকেও প্রত্যাহার করে তাদের জায়গায় অন্য কর্মকর্তাকে পদায়ন করতে বলা হয়েছে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের স্থলে নতুন কর্মকর্তা দিতে বলা হয়েছে।