হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের অস্থায়ী মিটার রিডার পলাশ পাল নিয়মিত গান পরিবেশন করছেন। দেশের এই করোনা দুর্যোগ মহুর্তে কোথায় ও মঞ্চ অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান না হওয়ার কারণে শিল্পীরা বেকার জীবন যাপন করছেন। এই অবস্থায় পলাশ পাল দেশের সুনাম ধন্য শিল্পীদের হারিয়েযাওয়া গানগুলো নিজের কন্ঠে গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছেন।
তার গান গান বন্ধু মিডিয়া নামের একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। তার গাওয়া অধিকাংশ গানগুলোতে মিউজিক ও কম্পোজিশন করেছেন হবিগঞ্জের সুনাম ধন্য শিল্পী সুরকার শ্রীবাস আচার্য্য। গানগুলো ইতিমধ্যে দর্শকদের মনে সাড়া ফেলেছে। শিল্পী পলাশ পাল বাউল সম্রাট আব্দুল করিমের ভক্ত হওয়ার তিনি তার লেখা কেন পিঁড়িতে বাড়ালাইলারে বন্ধু চাইড়া যাইবা যদি গানটি গেয়েছেন নিজের মনের মত করে।

ছবি : আপন ভঙ্গিতে হবিগঞ্জের শিল্পী পলাশ পাল
এছাড়াও তিনি প্রয়াত চিত্রনায়ক সিলেটের সন্তান সালমান শাহ’র একজন ভক্ত। তিনি সালমান শাহ’র অভিনীত চলচ্চিত্রগুলোর গানকে বুকে ধারণ করে সেই গানগুলো গেয়েছেন। এর মধ্যে তিনি ভালো আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি। বাউলের এই মনটারে গানটি গেয়েছেন। এছাড়াও তিনি এগো মোর প্রিয়া। সাথী তুমি আমার জীবনে। সাথী তুমি আমার মরণে, তুমি মোর জীবনের ভাবনা গানটি গেয়েছেন। এছাড়া শিল্পী পলাশ পাল দেশের সুনাম ধন্যশিল্পীদের অসংখ্য হারিয়ে যাওয়া গান গেয়েছেন। তবে গানের সঠিক চর্চা, প্রশিক্ষণ ফেলে পলাশ পাল হতেন পারেন দেশের একজন স্বনামধন্য শিল্পী।
এ ব্যাপারে শিল্পী পলাশ পাল জানান, তিনি নিয়মিত গান গাইতে চান। গান গাওয়ার ক্ষেত্রে সিনিয়র শিল্পীসহ যারা এ জগতের সাথে জড়িত রয়েছেন তাদের সহযোগিতা কামনা করেন।