হবিগঞ্জের পইল গ্রামে করোনা  আক্রান্ত ব্যক্তি নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছেন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 21 June 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের পইল গ্রামে করোনা  আক্রান্ত ব্যক্তি নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছেন

Link Copied!

এম এ রাজাঃ  হবিগঞ্জের পইল গ্রামের দেব পাড়ার সুমন চন্দ্র মালাকার নামের এক ব্যক্তি সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত অবস্থায় গত ১১ ই জুন করোনায় আক্রান্ত হয়ে সিলেট থেকে বাড়িতে আসেন। আসার পর থেকে করোনা আক্রান্ত বিষয়টি গোপন রেখে এলাকায় সাধারণ ভাবেই চলাফেরা করছেন। গতকাল শনিবার (২০জুন) প্রায় ৯ দিন পর কে বা কারা এলাকায় সুমন চন্দ্র মালাকার করোনা আক্রান্ত বলে ছড়িয়ে দেয়। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এসময় অনেকেই বলাবলি করতে শোনা যায়,সুমনকে নাকি প্রায়ই দোকানে বাজারে এমনকি হবিগঞ্জ শহরের মোটরসাইকেল দিয়ে ঘুরতে দেখা গেছে ।
এ বিষয়ে পইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফের সাথে যোগাযোগ করলে তিনি আমার হবিগঞ্জ প্রতিনিধিকে জানান, আমিও বিষয়টি আজই অবগত হয়েছি অবগত হওয়ার পর সুমনের বাড়িতে গিয়ে কথা বলেছি তার পরিবার আমাকে জানিয়েছে সুমন গত ১১ই জুন করোনায় আক্রান্ত হয়ে সিলেট থেকে বাড়িতে আসে। এর পর থেকে আমরা তাকে ঘরের বাহিরে যেতে দিচ্ছে না। এবং এই বিষয়টি আমি হবিগঞ্জ সদর ইউএনও স্যার কে জানিয়েছি।
এ বিষয়ে আমরা আরো কথা বলেছি সুমন চন্দ্র মালাকার এর সাথে তিনি এলাকাবাসীর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন,তিনি বলছেন হবিগঞ্জে আসার পর থেকে তিনি ঘরের মধ্যেই আছে। এ বিষয়ে সচেতন মহলের দাবি করোনায় আক্রান্ত ব্যক্তির বিষয়টি প্রশাসনকে আরও গুরুত্ব সহকারে দেখা উচিত। নয়তো করোনা নামের মহামারী শহরতলী পইলগ্রামে ছড়িয়ে যেতে খুব বেশি সময় লাগবে না।