নবীগঞ্জ কালিয়ারভাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় আহত ১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 22 July 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জ কালিয়ারভাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় আহত ১

Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউপির শিবগঞ্জ বাজারের পাশে কামাল মিয়া (৩৫) নামের একজনকে দা দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

বানিয়াচং উপজেলার ৭ নং বড়ইউড়ি ইউনিয়নের হলদারপুর গ্রামের আহত কামালের কান্নার শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে গুরুত্বর আহত অবস্থায় কামালকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

 

ছবি: আহত: কামাল মিয়া (৩৫)

 

জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউপির রসুলগঞ্জ বাজার থেকে নিজ মোটরসাইকেল যোগে শিবগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা দেন কামাল। শিবগঞ্জ বাজারের কাছে উমরপুর হাসপাতালের সামনে পৌছা মাত্র একদল দুর্বৃত্ত রামদা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত করে। কে বা কারা কি কারণে তার উপর হামলা করেছে কেউ বলতে পারছেন না।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিজুর রহমান বলেন, এখন পযর্ন্ত এই ঘটনার কোন অভিযোগ পাওয়া যায় নাই, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা করা হবে।