মোফাজ্জল ইসলাম সজীব।। হবিগঞ্জে নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ এস এম মুরাদ আলীর বাহুবল মডেল থানা ও পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১৫জুলাই) দুপুর ১২ টার দিকে পুলিশ সুপার মোঃ এস এম মুরাদ আলী বাহুবল মডেল থানা পরিদর্শন ও এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করতে বাহুবলে আগমন করেন।নবাগত পুলিশ সুপারকে অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে ফুল দিয়ে বরণ করা হয়।
গত ১১/০৭/২০২১ ইং তারিখে মীরেরপাড়া গ্রামে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় শাহ ফয়সল আহমেদ (৩২)নামে একজন প্রবাসী নিহত হয়। পুলিশ সুপার বাহুবলে এসে প্রথমেই হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বাহুবল-নবীগঞ্জ সার্কেল সিনিয়র এএসপি মোঃ আবুল খয়ের, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান,পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আলমগীর কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মডেল থানায় কর্মরত অফিসার ও সদস্যবৃন্দ।
পরিদর্শনকালে পুলিশ সুপার নিহতের মা ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তদন্তকারী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ বাহুবলকে নির্দেশনা প্রদান করেন।
সেখান থেকে তিনি বাহুবল থানাধীন পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন ও তদন্ত কেন্দ্রে নতুন ভবন যাহাতে সঠিকভাবে নির্মাণ করা যায় সে ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপার বাহুবল মডেল থানা পরিদর্শন এবং অফিসার ও সকল সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন৷ সভা শেষে বিকেলেই পুলিশ সুপার হবিগঞ্জে ফিরে যান।