হবিগঞ্জের দুই যুবক ঢাকায় নিখোঁজ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 18 February 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের দুই যুবক ঢাকায় নিখোঁজ

Link Copied!

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ গ্রামের নাহিদুল ইসলাম (১৮) ও বেগুনাই গ্রামের জামিরুল ইসলাম(১৯)নামে দুই যুবক ঢাকা হাজারীবাগ এলাকা থেকে নিখোঁজ হবার ঘটনা ঘটেছে।

নিখোঁজ হওয়া দুই ব্যাক্তির ভাই মনিরুল ইসলাম জানান, আমার ছোট ভাই নাহিদুল গত সোমবার লাখাই থেকে ২লক্ষ্য টাকা নিয়ে ঢাকা আসে।

পরে টাকাসহ গতকাল(বৃহস্পতিবার) মতিঝিল থেকে জামিরুলকে নিয়ে কম্পিউটারের পুরাতন মালামাল ক্রয়ের জন্য হাজারীবাগ যাবার পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, এ ব্যাপারে আমি মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরী করেছি।

মতিঝিল থানার এসআই আবু জাফর জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।