হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন এর গাড়ি চাপায় শিশু নিহত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 9 June 2021
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন এর গাড়ি চাপায় শিশু নিহত

Link Copied!

আতাউর রহমান ইমরান

গত ৮ জুন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির  লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করেন। এতে অংশগ্রহণকারী হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মুখলেসুর রহমান উজ্জল হবিগঞ্জ ফিরে যাওয়ার সময় তার গাড়িতে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। হবিগঞ্জ লাখাই সড়কের করাব অংশে লাখাই উপজেলা চেয়ারম্যানের বাড়ির সামনে গাড়ি চাপা পড়ে ৮ বছরের বছরের শিশু বাচ্চাটি।

 

করাব গ্রামের  শাহ মহিউদ্দিনের  সন্তান শাহ ইউনুস মিয়া নামের এই শিশুটি গতকাল ৮ জুন বেলা আড়াইটার দিকে দুর্ঘটনায় প্রথমে আহত হন। দুর্ঘটনা ঘটিয়ে ডেপুটি সিভিল সার্জনের গাড়িটি  দ্রুতগতিতে পালিয়ে যেতে চেয়েছিলো। কিন্তু উপস্থিত জনতার তৎপরতায়  গাড়িটিকে  হবিগঞ্জ-লাখাই সড়কের ধল তেমুহনিয়া  অংশে আটক করা হয়। ওই সময় গুরুতর আহত অবস্থায় শিশু বাচ্চাটি কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শিশু বাচ্চাটি  ৯ জুন বুধবার সকাল ৮.৩০ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

 

 

ছবি : গাড়ি চাপায় নিহত হওয়া শিশু শাহ ইউনুছ মিয়ার ছবি

 

 

 

এ বিষয়ে জানতে ডেপুটি সিভিল সার্জন মোখলেছুর রহমান উজ্জল এর মোবাইলে একাধিক বার কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি। এ ব্যাপারে হবিগঞ্জ জেলা সিভিল সার্জন মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বিষয়টি নিশ্চিত করেন।

 

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে অনেকেই এ ঘটনার সঠিক বিচার দাবি করছেন। এ ব্যাপারে করাব গ্রামের বাসিন্দা আইনজীবী অ্যাডভোকেট জুনাইদ তালুকদার জুমাল বলেন গাড়ি দুর্ঘটনায় নিহত শিশুটির জন্য সঠিক তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার চাই আমরা।