উন্নয়ন বাজেটের ৪০ ভাগ কৃষি ক্ষেত্রে বরাদ্দ করা, বিনামূল্যে সার, বীজ, কীটনাশক সরবরাহ করা, পুলিশ ও আর্মি রেইটে রেশন প্রদান, কৃষি ঋণ মওকুফ ও সার্টিফিকেট মামলা প্রত্যাহার, সরকারি রেইটে কৃষকের ফসল ক্রয় করার জন্য হাটে হাটে ক্রয় কেন্দ্র চালু, কৃষি খাতকে বিদেশি সাম্রাজ্যবাদীদের হাত থেকে রক্ষা করা সহ ১০ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রেরণ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন।
স্মারকলিপি জমা দেয়ার পূর্বে বুধবার (৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন হবিগঞ্জ জেলার আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক সংগঠনের প্রধান সংগঠক কৃষক নেতা জাফর আলীর সভাপতিত্বে এবং এম এ মালেকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলাম, কৃষক নেতা আরব আলী, আমদু মিয়া, কামাল মিয়া, ওয়াদুদ মিয়া। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতা সামছুর রহমান, শংকর শূক্লবৈদ্য, রইছ আলী, বিলাল মিয়া, সিদ্দিক আলী প্রমূখ।