বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান করোনা আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান তা নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংথ্যা দাড়ালো ৭৫ জনে।
তিনি জানান জেলা প্রশাসক কামরুল হাসানের নমুনা রিপোর্ট ঢাকা থেকে পজিটিভ আসছে। বর্তমানে তিনি হোম কোয়ারান্টাইনে আছেন। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য তার আরেকটি নমুনা সোমবার আবার ল্যাবে পাঠানো হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে প্রকাশ সোমবার (৪মে) রাত সাড়ে ৭টা পর্যন্ত জেলায় ৭৫জন করোনা রোগী শনাক্তের মধ্যে চিকিৎসক, নার্স,স্বাস্থ্যকর্মী’, ম্যাজিস্ট্রট, সরকারি কর্মকর্তা’ ব্যাংকার মিলে রয়েছেন ৩৭জন।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল জানান এর আগে আক্রান্তদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, সরকারি হাসপাতালের ৫জন চিকিৎসক, ৬জন নার্সসহ ২৬জন এবং জেলা ও উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, প্রকৌশলীসহ ৮জন কর্মকর্তা রয়েছেন। এছাড়া ১জন ব্যাংক কর্মকতা’ ও ১জন এনজিও স্বাস্থ্যকর্মীও আছেন।