ঢাকাThursday , 18 January 2024
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের বিদায় সংবর্ধনা

Link Copied!

নিয়মতান্ত্রিক বদলিজনিত কারণে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার সময় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল আলম চৌধুরী,অতিরিক্ত জেলা জজ আজিজুল হক,অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় ইয়াসিন আরাফাত ,ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক দেলোয়ার হোসেন ,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুমু সরকার, ফখরুল ইসলাম, রাহেলা পারভিন, সিফাত উল্লাহ, আব্দুল হালিম ও রিয়াজ উদ্দিন।

এছাড়াও নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক সুদীপ্ত দাস, ২ এর মোহাম্মদ জাহিদুল হক, ৩এর এস এম নাসিম রেজাসহ সকল সিনিয়র সহকারী জজগণ। অন্যান্যদের মধ্যে আদালতের কর্মকর্তা কর্মচারীগণও উপস্থিত ছিলেন।