নিয়মতান্ত্রিক বদলিজনিত কারণে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার সময় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল আলম চৌধুরী,অতিরিক্ত জেলা জজ আজিজুল হক,অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় ইয়াসিন আরাফাত ,ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক দেলোয়ার হোসেন ,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুমু সরকার, ফখরুল ইসলাম, রাহেলা পারভিন, সিফাত উল্লাহ, আব্দুল হালিম ও রিয়াজ উদ্দিন।
এছাড়াও নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক সুদীপ্ত দাস, ২ এর মোহাম্মদ জাহিদুল হক, ৩এর এস এম নাসিম রেজাসহ সকল সিনিয়র সহকারী জজগণ। অন্যান্যদের মধ্যে আদালতের কর্মকর্তা কর্মচারীগণও উপস্থিত ছিলেন।