এম এ রাজা।। হবিগঞ্জ সদরের ডাকঘর এলাকা থেকে চৌধুরী বাজার মোড় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে ভেঙেচুরে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে আছে ।অল্প বৃষ্টিতেই পানি জমে কাদার সৃষ্টি হয় যার জন্য গাড়ি চালানো দূরের কথা হেঁটে চলতেও কষ্ট হয়। হবিগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত এই রাস্তাটি দিয়ে হবিগঞ্জ শহরসহ আশপাশের গ্রামগুলোর মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করেন। এমনকি বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ উপজেলার মানুষের একমাত্র শহরে প্রবেশের মাধ্যম এই রাস্তাটি দীর্ঘদিন ধরে ভেঙে থাকার কারণে প্রায়ই ঘটছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
আজ ১২ ই জুন রোজ শুক্রবার সকাল দশটার দিকে যাত্রীবাহী টমটম গর্তে পড়ে উল্টে দুইজন আহত হয়েছেন
এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। এছাড়াও গত বুধবার রাতেও একই স্থানে ট্রাক এবং মোটরসাইকেল গর্তের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। যদিও ভাগ্যক্রমে দক্ষ চালক হওয়াতে মোটরসাইকেল আরোহীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যান তবে দুজনেই পায়ের মধ্যে হালকা ব্যাথা পেয়েছেন। যদিও কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে এ রাস্তাটি সংস্কারের জন্য কাজ শুরু করেছেন। তবে ইতিপূর্বে বেশ কয়েকবার এই রাস্তাটি মেরামত করা হয়েছে। সচেতন মহলের অভিযোগ নিম্নমানের কাজ হওয়ার কারণে কিছুদিন যেতে না যেতেই আবার রাস্তা ভেঙ্গে গর্তের সৃষ্টি হয় আবারও মানুষের দুর্ভোগের শুরু হয়। তাই হবিগঞ্জের সচেতন মহলের দাবি এবার যেন পূর্বের মতো নিম্নমানের কাজ না হয় অন্তত কিছু দিন যেন মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে এই অনুযায়ী যেন কর্তৃপক্ষ ভালো মানের কাজ করেন।