হবিগঞ্জে চা শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 16 March 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে চা শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার

Link Copied!

তারেক হাবিব, হবিগঞ্জ  :  হবিগঞ্জের ‍চুনারুঘাট উপজেলার দরগাবিল এলাকার চা বাগানের ভেতরে পুকুড়ে মংলু মুন্ডা নামে এক চা শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ। সে ওই বাগানের ডুরগু মুন্ডার পুত্র ও স্থানীয় চা বাগানের শ্রমিক।
সোমবার (১৬মার্চ) দুপুরে স্থানীয়রা পুকুড়ে লাশটি ভাসতে দেখে চুনারুঘাট থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম জানান, স্থানীয় লোকজন চা-বাগানের ভেতরে একটি পুকুরে ওই শ্রমিকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে তবে তার মৃত্যুও কারন এখনো নিশ্চিত নয়।