এম এ রাজা : হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের চাঁনপুর গ্রামে রাস্তা দিয়ে মাটি নেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মফিজুল মিয়া নামে এক যুবকের হাতের রগ কেটে দিয়েছে। এ ঘটনায় মফিজুল মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় ৭ জনকে আসামী একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানাযায়, চাঁনপুর গ্রামের মৃত কাছন মিয়ার ছেলে মফিজুল মিয়া গত ২৬ জুন মাটি কেটে ট্রাক্টর দিয়ে তার নতুন বাড়িতে ফেলছিলেন। বাড়ির রাস্তা দিয়ে মাটি নেয়ার সময় (২য় পাতায় দেখুন) পাশের বাড়ির আব্দুর নুর মিয়ার ছেলে শাহাব উদ্দিন মাঠে নিতে নিষেধ করে। এ সময় এ নিয়ে মফিজুল মিয়ার সাথে শাহাব উদ্দিনের তর্কবির্তক হয়। এক পর্যায়ে শাহাব উদ্দিন তার লোকজন দিয়ে মফিজুল মিয়ার উপর হামলা চালায়। এ সময় রামদা দিয়ে শাহাব উদ্দিন গংরা মফিজুলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং মফিজুলের বাম হাতের কোপাতে থাকে। এতে মফিজুলের বাম হাতের রগ কেটে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে মফিজুল চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবারও চলে আসেন।
এ ঘটনায় মফিজুল হবিগঞ্জ সদর মডেল থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনাটি সদর থানার এসআই অভিজিত রায় ও এসআই আব্দুর রহিম তদন্ত করে সত্যতা পান।
আ হ/প