শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভারতের ত্রিপুরা থেকে আসা খোয়াই নদীতে ভেসে উঠেছে দুটি কফিন।
জানা যায়, বৃহস্পতিবার (৯এপ্রিল) দুপুরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরান বাজার খোয়াই নদীতে রেলওয়ে ব্রিজের কাছে কফিন দুটি ভাসতে দেখে স্থানীয় লোকজন ।খোয়াই নদীতে দুটি কফিন দেখতে পেয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।
ঘটনাটি সাথে সাথে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ কে জানায় স্থানীয় লোকজন।

ছবি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের খোয়াই নদীতে ভেসে উঠা কফিন
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নদী থেকে কফিন উদ্ধার করে। কফিন গুলা খোলার পরে ভিতরে কিছু পায়নি পুলিশ।খালি দেখে পুলিশ আবার নদীতে ভাসিয়ে দেয় কফিনগুলো।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে খালি কফিনগুলো ভারত থেকে ভেসে এসেছে।এগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।