হবিগঞ্জের ঈদের বাজারে সক্রিয় মৌসুমি অপরাধীরা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 10 April 2024
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের ঈদের বাজারে সক্রিয় মৌসুমি অপরাধীরা

তারেক হাবিব
April 10, 2024 10:03 am
Link Copied!

ঈদুল ফিতর’কে ঘিরে সক্রিয় উঠেছে মৌসূমী অপরাধীরা। হবিগঞ্জ শহরের কোন না কোন জায়গায় প্রতিনিয়তই ঘঠছে অপ্রীতিকর ঘটনা। ফিটনেসবিহীন যান চলাচল, যানজট, অতিরিক্ত যাত্রী বহনসহ হাজারও কষ্ট ভোগ করছেন ঘরমুখো মানুষ।

এতো ভোগান্তির মধ্যে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে মৌসুমি অপরাধী চক্রের তৎপরতা। শহরমুখী মানুষ ঘর থেকে বের হলেই পদে পদে বিপদ। গত ১ সপ্তাহে হবিগঞ্জ শহরের কয়েকটি হাঠবাজার ঘুরে পাওয়া গেছে অজ্ঞান পার্টি, থুথু পার্টি, ধাক্কা পার্টি, ধরমন্ডল পার্টি’র সীমাহীন দৌরাত্ম্য।

সরেজমিনে ঘুরে পাওয়া যায় এমনই কিছু লোমহর্ষক তথ্য। জানা যায়, গত ১লা এপ্রিল শহরের ঘাটিয়া বাজার এলাকা থেকে স্বেচ্ছা দেব (১৬) নামে এক স্কুল ছাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয় ‘ধরমন্ডল পার্টি’র সক্রিয় কয়েকজন নারী সদস্য। স্বেচ্ছা দেব (১৬) একই এলাকার বিধান দেবের কন্যা।

এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে যার নং- ৫৬। স্কুল ছাত্রী স্বেচ্ছা দেব জানান, ঘাটিয়া বাজার এলাকায় কয়েকজন নারী ছিনতাইকারী তার পিছু নেয়। হঠাৎ পথরোধ করে প্রায় ৪০ হাজার টাকা দামের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়।

২ এপ্রিল দুপুরে শহরের ঘাটিয়া বাজার এলাকার এসডি প্লাজার শংকর রায়ের দোকানের বিক্রেতাদের চোখ ফাঁকি দিয়ে ৪/৫টি শাড়ী চুরি করে নিয়ে যায় চোর চক্রের লোকেরা। সিসি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়লেও চোরেরা স্থানীয় নয় বলে জানা গেছে।

সুত্র জানায়, হবিগঞ্জের হাঠবাজারে সক্রিয় রয়েছে পকেটমার চক্রের কয়েকশ’ সদস্য। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এলাকা, তিনকোনা পুকুরপাড়, চৌধুরী বাজার, ঘাটিয়া বাজারসহ আরও কয়েকটি পয়েন্টে ওঁৎ পেতে আছে চক্রগুলো। মানুষকে প্রতারিত করতে নিত্যনতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে এসব পেশাদার অপরাধী চক্র।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছরের মতো এবারও ঈদকে সামনে রেখে শর্টকাটে টাকা কামানো ধান্দায় অভিনব কৌশলে মাঠে নেমেছে মৌসুমি অপরাধীরা। গোয়েন্দারা বলছেন, ঈদ মৌসুমে মোটা অঙ্কের টাকা কামাতেই মৌসুমি অপরাধীরা মাঠে নেমেছে। তবে চলমান মাদকবিরোধী সাঁড়াশি অভিযান এবং ঈদকে ঘিরে পুলিশের কড়া নিরাপত্তার কারণে অনেক অপরাধী গা ঢাকা দিয়ে আছে তারা।