হবিগঞ্জের আদালতে মামলায় জব্দকৃত মালামাল নিলামে বিক্রয়ের ঘোষনা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 2 November 2022
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের আদালতে মামলায় জব্দকৃত মালামাল নিলামে বিক্রয়ের ঘোষনা

Link Copied!

হবিগঞ্জে জেলা আদালতের মামলায় আলামত হিসেবে জব্দকৃত কসমেটিক্স জাতীয় মালামাল উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয়ের ঘোষণা দেয়া হয়েছে।

আগামী ৯ নভেম্বর হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে বিকাল ৩ ঘটিকায় এ নিলাম অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

নিলামে অংশ নেয়া ব্যাক্তিদের নিলামের তারিখে মেয়াদ সহ ট্রেড লাইসেন্স থাকতে হবে। নিলাম ঘোষনার পূর্বে ট্রেড লাইসেন্সের ফটোকপি দাখিল করতে হবে বলে জানানো হয়েছে।

হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন স্বাক্ষরিত পত্রে এসব তথ্য জানা যায়। ৩০ অক্টোবর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের মাধবপুর থানার একটি মামলায় নিলাম সংক্রান্তে আদেশ বলে এ পত্র প্রচার করা হয়।

নিলামে নিম্নলিখিত মালামাল বিক্রয় হবে বলে জানানো হয়, ১। ৪টি বস্তার ভিতর রক্ষিত ৭৬০ পিস জনসন বেবি লোশন, ২। ১টি বস্তার ভিতর রক্ষিত ৩২৮ পিস জনসন বেবি লোশন ৩। ৪টি বস্তার ভিতর রক্ষিত ১৫২২ পিস জনসন বেবি অয়েল, ৪। ২টি বস্তার ভিতর রক্ষিত ১৫৫৮ পিস জনসন বেবি অয়েল, ৫। ১টি বস্তার ভিতর রক্ষিত ২৭৭ পিস জনসন ক্রিম, ৬। ২টি বস্তার ভিতর রক্ষিত ২০৯২ পিস জনসন ক্রিম, ৭। ৪টি বস্তার ভিতর রক্ষিত ৩২৫০ পিস জনসন ক্রিম, ৮। ২টি বস্তার ভিতর রক্ষিত ৪৭৩ পিস ফিয়ামা জেল।