শেখ শাহাউর রহমান বেলার, হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে সাবেক ইউপি মেম্বার ও আক্তার মিয়া গংদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৮০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ৫জন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক নরী-পুরুষ আহত হয়েছে।
Azmeriganj Conflict Footage News
বৃহস্পতিবার (৭মে) ভোর ৫টা থেকে সকাল ১০ পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়। আশঙ্কাজনক হওয়ায় দুইজনকে সিলেট ওসমানীতে প্রেরণ করা হয়। স্থানীয়রা জানান, নোয়াগড় গ্রামের সাবেক ইউপি মেম্বার ও আক্তার মিয়া দুই গোষ্ঠীর মাঝে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ২৯ মার্চও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ বিরোধের জের ধরে আবারও দফায় দফায় সংঘর্ষ হয়।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আবার সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।