হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ফের সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 7 May 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ফের সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

Link Copied!

শেখ শাহাউর রহমান বেলার, হবিগঞ্জ প্রতিনিধি।।  হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে সাবেক ইউপি মেম্বার ও আক্তার মিয়া গংদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৮০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ৫জন পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক নরী-পুরুষ আহত হয়েছে।

Azmeriganj Conflict Footage News

বৃহস্পতিবার (৭মে) ভোর ৫টা থেকে সকাল ১০ পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়। আশঙ্কাজনক হওয়ায় দুইজনকে সিলেট ওসমানীতে প্রেরণ করা হয়।  স্থানীয়রা জানান, নোয়াগড় গ্রামের সাবেক ইউপি মেম্বার ও আক্তার মিয়া দুই গোষ্ঠীর মাঝে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ২৯ মার্চও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ বিরোধের জের ধরে আবারও দফায় দফায় সংঘর্ষ হয়।

এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আবার সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।