ঢাকাFriday , 22 December 2023
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিআইজির সাথে মতবিনিময় সভা

এম এ রাজা
December 22, 2023 1:21 pm
Link Copied!

“সিলেট রেঞ্জ ডিআইজি সাথে হবিগঞ্জের বর্তমান আইনশৃঙ্খলা উপস্থিতিতে বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান শাফিউর রহমান,এ সময় হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরবর্তীতে ডিআইজি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও জেলার আইনশৃংখলা নিয়ন্ত্রন বিষয়ক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আক্তার হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম,

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), আবুল খয়ের প্রমুখ।