হবিগঞ্জে পাচারকালে সরকারি ১৯ বস্তা চাল উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 18 April 2024

হবিগঞ্জে পাচারকালে সরকারি ১৯ বস্তা চাল উদ্ধার

Link Copied!

হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউপির হাতিরথান এলাকায় কালোবাজারে পাচারকালে সরকারি ১৯ বস্তা চাল উদ্ধার করেছে প্রশাসন। বুধবার (১৭এপ্রিল) সকালে স্থানীয় হাতিরথান মসজিদ মার্কেট এলাকা থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় বলে জানা গেছে। নির্ধারিত ৩০ কেজির বস্তা পরিবর্তন করে প্রতিটি বস্তায় ৫০ কেজি হারে চালগুলো কালোবাজারে পাচারের চেষ্টা চলছিল।

স্থানীয় সুত্র জানায়, গতকাল বুধবার ভোর সাড়ে ৫টায় টমটম যোগে ১৯ বস্তা চাল কালোবাজারে বিক্রি করার চেষ্টা করছিলেন স্থানীয় ডিলার শেখ নোমান আহমেদ। এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন হবিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) তনুকা ভৌমিক। এসব চাল সরকারি খাদ্য বান্ধব কর্মসূচি সহ ভিজিডি ও ভিজিএফ এর সুবিধাভোগির মাঝে বিতরণের কথা ছিল। অভিযুক্ত ডিলার শেখ নোমান আহমেদ মশাজান এলাকার মৃত শেখ আব্দুর নুরের পুত্র।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে জানান, সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তে প্রমাণিত হলে আইন-আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে। হবিগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বেনু গোপাল দাস জানান, তদন্ত চলছে। তদন্তে সতত্য প্রমাণিত হলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

 

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়