হবিগঞ্জসহ দেশের ১০টি জেলাকে রেড জোন ঘোষণা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 22 June 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জসহ দেশের ১০টি জেলাকে রেড জোন ঘোষণা

Link Copied!

এম এ রাজা :  পৃথিবীতে নতুন অদৃশ্য এক দানবের নাম করোনা ভাইরাস। এর ছোবল কোন দেশই বাদ পড়ছে না তাই বাধ্য হয়ে গত প্রায় তিন মাস একটানা লকডাউন সহ সাধারণ ছুটি ছিল সারাদেশে। গত ৩১ শে মে থেকে ১৫ ই জুন পর্যন্ত বাংলাদেশ সরকার পরীক্ষামূলকভাবে সাধারণ ছুটি বাতিল করে দেশের সব কিছু খুলে দিয়ে ছিলেন । এতেই যেন ঘটেছে বিপত্তি সারাদেশে করোনা ভাইরাস লাফিয়ে বাড়তে শুরু করেছে কিছুতেই যেন করোনা ভাইরাসের লাগাম টেনে ধরা যাচ্ছে না।

ছবি : দেশের রেড জোনের তালিকায় হবিগঞ্জের নাম

তাই বাধ্য হয়ে আবারো বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন জেলাকে রেড, ইয়েলো ও গ্রীন জোনে ভাগ করেছে। হবিগঞ্জসহ দেশের ১০টি জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার (২১ জুন) রেড জোন ঘোষিত এরিয়া গুলোকে সাধারণ ছুটির আওতায় এনে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। হবিগঞ্জ জেলার রেড জোন ঘোষিত এলাকাগুলো হচ্ছে- হবিগঞ্জ সদর পৌরসভা-৬ ও ৯ ওয়ার্ড, চুনারুঘাট উপজেলার-দেওরগাছ,উবাহাটা,রানীগাও। মাধবপুর উপজেলার মাধবপুর সদর পৌরসভা, আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ সদর ও বাহুবল।