হবিগঞ্জকে রেড জোন ঘোষণা : যেকোন মুহুর্তে করা হবে লকডাউন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 7 June 2020
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জকে রেড জোন ঘোষণা : যেকোন মুহুর্তে করা হবে লকডাউন

Link Copied!

এফ এম খন্দকার মায়া ।।  করোনাভাইরাস প্রতিরোধে হবিগঞ্জ জেলাকে  সম্পূর্ণ লকডাউন (রেড জোন) করার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
রোববার (৭ জুন) সকাল থেকে স্বাস্থ্য অধিদফতর এই লকডাউন কার্যকরের জন্য ব্যবস্থা নিয়েছে। এর আগে শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনা তথ্য সম্পর্কিত ওয়েবসাইট এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় দেখানো হয়েছে হবিগঞ্জ জেলাকে রেড জোনের আওতাভুক্ত করে পুরোপুরি লকডাউন করার।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর সাথে ফোন কলে জানতে চাইলে তিনি জানান আমরাও ইতিমধ্যে বিষটা অবগত হযেছি। তবে সরকারি ভাবে কোন চিঠি এখনো পাই নাই। যদি এমন কোন নির্দেশনা আসে তাহলে অবশ্যই আমরা হবিগঞ্জ জেলা লকডাউন করতে প্রস্তুত।
উল্লেখ্য- এই পর্যন্ত হবিগঞ্জ জেলায় ২০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২১ জন। এছাড়া জেলায় ১ শিশুসহ দুইজন করোনায় মারা গেছেন।