হঠাৎ আগুন ধনেপাতায় উত্তপ্ত সবজি বাজার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 4 April 2022

হঠাৎ আগুন ধনেপাতায় উত্তপ্ত সবজি বাজার

Link Copied!

পবিত্র রমজানকে কেন্দ্র বাজারে হঠাৎ ধনেপাতায় আগুন লেগেছে।৪০ টাকা কেজির (নতুন) ধনেপাতা এখন ১২০ টাকা থেকে১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।হঠাৎ দাম বেড়ে এক লাফে প্রতি কেজি ধনেপাতা ৬০ টাকা বেশী দামে বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির মাঝে সাজনা প্রতি কেজি ১২০ টাকা,কাঁচা মরিচ ৮০ টাকা,শশা ৮০ টাকা,জিঙ্গা ৭০ টাকা,বেগুন ৬০ টাকা,মুলা ৪০ টাকা,করল্লা ৬০ টাকা,ঢেঁড়শ ৪০ টাকা,পঁটল ৫০ টাকা, বরবটি ৪০ টাকা,চিচিঙ্গা ৫০ টাকা,কচুর মুকি ৩০ টাকা,কচুর লতি ৫০ টাকা,লাউ প্রতিপিস ৫০ টাকা, কাচকলা প্রতি হালী ৫০ টাকা,মিষ্টি কুমড়া প্রতিটি ওজন অনুসারে ৪০ থেকে ১০০ টাকা,ডাটা প্রতিকেজি ৪০ টাকা,লেবু প্রতিহালী ৫০/৬০ টাকা আলু প্রতি কেজি ২৫ টাকা দরে বিক্রী হচ্ছে মাধবপুর উপজেলার বিভিন্ন হাটবাজারে।

ছাতিয়াইন বাজারের সবজি ব্যবসায়ী মোঃ এলাছ মিয়া ও মাধবপুরের সফিক মিয়ার সাথে কথা বলে জানা যায় রমজানের কারনে হঠাৎ করে শশার দাম কিছুটা বাড়লেও অন্যসব সবজির দাম অপরিবর্তিত রয়েছে।তিনি বলেন ২/৩ দিনের ভেতরে বাজার নিয়ন্ত্রনে চলে আসবে।

তিনি আরো বলেন স্থানীয় খুচরা ব্যবসায়ীরা সিন্ডকেট করে অনেক সময় এমন করে থাকে।ব্যবসায়ীদের দাবী দাম এমন থাকবে না,কিছু দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে বলে জানান তারা। রমজানে চাহিদা বাড়ায় এবং সরবরাহ কিছুটা কম থাকায় সবজি বাজারে কিছুটা তেজীভাব বিরাজ করতে পারে বলে মনে করছেন কেউ কেউ।

উপজেলা কৃষি অফিসার আল মামুন আমার হবিগঞ্জকে জানান, মূলত রমজানের কারনে চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা সুযোগ বুঝে দাম বাড়িয়ে দিয়েছে।তবে উৎপাদনে কোনো ঘাটতি নেই।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়